আমাদের কথা খুঁজে নিন

   

থাবা বাবা বা রাজীব ভাইকে হত্যার নিন্দা জানাই, সোনার বাংলা ব্লগ হ্যাক হয়েছে(অথবা একটি ছাগু কারসাজি)।

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ছাগুদের ব্লগ, যেখান থেকে তার উপরে হুমকি এসেছিল, থাবা বাবা কে হত্যার প্রতিবাদে সেই সোনার বাংলা ব্লগ হ্যাক করা হয়েছে। (সূত্রঃ শাহবাগে সাইবার আন্দোলন) এমনই দেখাচ্ছে লিঙ্কে ক্লিক করলে।

তবে জানতে পেরেছি ব্লগ কর্তৃপক্ষ ছাগুরাই উক্ত লিঙ্কে রিডাইরেকট করে রেখেছে ও সাইটটি যাতে কেউ এক্সিস করতে না পারে সেই ব্যাবস্থা করেছে। কিন্তু বিধিবাম হল, পোস্টটির সম্পূর্ণ স্ক্রিনশট রয়েছে সবার কাছেই। তোরা যারা এই কাজ করেছিস, তোদের ক্ষমা নেই। এতো কেবল শুরু। জোরছে বলুন , জয় বাংলা! রাজীব ভাইকে কেন মারা হয়েছে? উত্তর?? তার নাস্তিকতা নয়, দেশপ্রেমিক হয়ে লড়াই করাই তার মৃত্যুর কারন।

তাই নাস্তিক হিসেবে একজনকে গালি দিয়েন না যখন সে দেশপ্রেমিক হিসেবে মরেছে। একাত্তুরে সহযোদ্ধা পাশের জনকে ধর্ম জিজ্ঞাস করে বাঁচায়নি! আর উনি আমাদের সাহসি সহযোদ্ধা!! একজন ভাইয়ের মন্তব্য কোট করতে চাই, "প্রি প্ল্যানড ... নাস্তিককে মারা হইলো যাতে তার আন্দোলনকারী পরিচয় ছাপিয়ে নাস্তিক পরিচয় উঠে আসে ... আর মানুষ দ্বিধাবিভক্ত হয় ... পরিকল্পনাকারীরা শতভাগ সফল ... বিভ্রান্তি আর বিভক্তি স্পষ্ট" (কি বলবেন?????) আরও একটি কথা উঠে এসেছে যা সমর্থন করিঃ ডাক্তার আইজূ 28 minutes ago কোন হারাম খোর যদি থাবার ধর্ম বিশ্বাস কিংবা তার অবিশ্বাস নিয়া তার গলা কাটনের জাসটিফেকশন খুইজা পান তাইলে আমারো গলা কাটেন কারোন থাবার আমার ভাই আমার বন্ধু আমার সহযোদ্ধা তার ধর্ম বিশ্বাস কিংবা তার অবিশ্বাসের দায় আমারো! আসেন আমার গলা কাটেন!! কয়জনের গলা কাটবেন আপনার- ৭১ এ তিরিশ লাখের গলা কাইটা থামাইতে পারেন না নাই এবার কতো কাইটা থামাইবেন? আরেকটিঃ Ether জামাত শিবির এর প্ল্যান টা এরকমঃ ১ম ধাপঃ রাজিব হায়দার ( থাবা বাবা ) এর মৃত্যু ২য় ধাপঃ রাজাকার বিরোধী আন্দোলন এর পক্ষের লোকজন এর সহযোদ্ধা হারানোর শোক এবং এর তিব্র প্রতিক্রিয়া ৩য় ধাপঃ কিছু নব্য কুতুব এর (যারা এর আগে জীবনেও বাংলা ব্লগ পইড়া দেখে নাই) থাবা বাবার ব্লগ শেয়ার দিয়া... সে যে কত খারাপ আসিল সেইটা দেখায়া ইসলামের ধারক ও বাহক সাজনের চেষ্টা ৪র্থ ধাপঃ সাধারন ধর্ম ভীরু মানুষ মনে করা শুরু করব "নাহ তইলে তো ঠিক ই আসে, ভালইসে মরসে" ৫ম ধাপঃ কিছু মানুষ মনে করা শুরু করা " ও তাইলে তো শাহাবাগ এর পোলাপান আসলে এরুম, এরা তো নাস্তিক, নাহ, অমুক তমুক জামাতি গ্রুপ তো ঠিক ই কইসিল, নাহ আর আমি শাহবাগ এ যামু না, এর চেয়ে শিশা খাইতে যাই" ৪২ বছরের পুরানা শয়তান যে কিনা সব দল রে ধুয়া খায়া এখনও টিকা আসে তারা অস্তিত্ত রক্ষার জন্য যে কোন কিসু করতে পারে ... তাই Alert থাকেন। আমি ধুমায়া ৩য় ধাপ এ উল্লেখিত নব্য কুতুব দের delete মারতাসি। পাকিস্তান এর প্রেতাত্মা ... পাকিস্তান এ ফেরত যা Omi Rahman Pial 53 minutes ago অদ্ভুত কিছু সুপারিশ আসতেছে ইনবক্সে। অনুরোধ করা হইতেছে আমার ব্লগ থেকে থাবা বাবার লেখা সব পোস্টগুলা ড্রাফট করতে।

কেনো? কারণ সেইগুলা তার নাস্তিক পরিচয় বহন করে। আজিব লোকজন! তার মানে কি দাড়ায়? বাংলাদেশ শুধু মুসলমানদের জন্য আর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সেই ইসলামের রক্ষক? তারা মুসলমান বাদে যে কাউরে জবাই করে দেবে আর আপনারা সেটা মেনে নিবেন একজন বিধর্মী কাফের মারা গেছে বলে? শেইম অন ইউ, শেইম অন ইউর ধর্মবোধ যা মনুষত্বরে জাগাইতে ব্যর্থ হয় -------------- রাজীব ভাই, তুমি আস্তিক না নাস্তিক ছিলে সেটির থেকে আমার বড় কষ্ট তুমি দেশের জন্যে ভালবাসায় তাদের প্রতিহিংসার শিকার হলে! কিন্তু আমার বড় বেশী কষ্ট হয়েছে যখন মুহূর্তের মধ্যেই কিছু মানুষ তোমার নাস্তিকতাকে সামনে এনে আন্দোলনকে ও তোমাকে অযথাই বিতর্কিত করেছে। তোমার রক্ত যখন এই বাংলার মাটিতে ঝরেছে, মাটি তো ওদের জিজ্ঞেস করেনি ওগুলো নাস্তিকের কি না! তবে এদের কেন এতো জিজ্ঞাসা? দেশ তোমাকে একজন দেশপ্রেমিক হিসেবেই মনে রাখবে, আর তোমার রক্ত বৃথা যেতে দেবনা ভাই, আমরা তোমার হত্যাকারীদের শেষ দেখেই ঘরে ফিরবো। রেস্ট ইন পিস ভাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।