আমাদের কথা খুঁজে নিন

   

পুরান ঢাকার পূজা (ছবি ব্লগ)


আমার নেইবারহুড শাঁখারীবাজারে পূজার কয়েকটা ছবি। (মোবাইলে তোলা) ডেকোরেটর মিস্ত্রির কাম। খালি বাঁশ আর গেরুয়া কাপড়ের তৈরী, উচ্চতা পাঁচ তলা। ছোটবেলার কথা মনে পরে। পেটের ভিতর কিরকম যে একটা চুলকানি হইতে ।

কারো মনে পড়ে? প্রতিদ্বন্দ্বী'র প্রতিমা, বরাবরই ভিন্নরকম। পোগোজ স্কুলের সামনে। কত সংকীর্ণ জায়গার মধ্যে মন্ডপ গুলো করা হয়, ভাবাই যায় না। সংঙ্ঘমিত্রের প্রতিমা। পুরুষ ও মহিলাদের আলাদা ব্যবস্থা।

এটা হলো মাসের বড়া। মাসকলাইয়ের ডাল দিয়ে তৈরী। ২০০ টাকা কেজি (৮০/৯০ টা)।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।