শাহেদ নুর উদ্দিন:
বহু সমালোচিত এবং দুর্ণীতির দায়ে অভিযুক্ত হয়ে বন্ধ হওয়া এম এল এম কোম্পানী ‘ডিসটিনি ২০০০ লিমিটেড’-এর কর্মীরা আবারও তাদের কার্যক্রম শুরু করেছে। এবার গোপনে নয় কিছুটা প্রকাশ্যে। এম এল এম- এর নীতিমালা প্রণয়নের পর থেকেই তাদের মধ্যে দেখা দেয় চাঙ্গা ভাব। তবে কোম্পানীর সকল একাউন্ট জব্দ করার পরও তাদের কার্যক্রম গোপনে অব্যহত ছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিসটিনি কর্মকর্তা জানান।
সুত্র জানায়, আজ রাজধানীর এক অডিটরিয়ামে তাদের একটি প্রগ্রাম অনুষ্ঠিত হয়। সেখানে তাদের জানানো হয় যে, এমএলএম নীতিমালা প্রণয়নের কারণে মানুষ তদের প্রতি পজেটিভ হতে শুরু করেছে। তাই এখন পুরোদমে কাজ শুরু করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।