আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে মেয়রের সমাবেশে চেয়ার ছোঁড়াছুড়ি



চট্টগ্রামে আজ শুক্রবার বিকেলে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ডাকা এক সমাবেশে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। বিশৃঙ্খলা থামাতে গিয়ে চার-পাঁচজন পুলিশ সদস্যও সামান্য আহত হয়। মেয়রের উপস্থিতিতে এসব ঘটনা ঘটে। বিকেল ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে সমাবেশ চলছিল।

নগরীর কর্ণফুলী থানা এলাকার পাঁচটি ইউনিয়নের উন্নয়নের দাবিতে সিটি করপোরেশনের ব্যানারে শাহ আমানত সেতুর গোড়ায় এ সমাবেশ ডাকেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এ পাঁচটি ইউনিয়ন আনোয়ারা সংসদীয় আসনের অন্তভর্ূক্ত। ওই আসনের সাংসদ আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী। ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বিকেল চারটার দিকে সমাবেশ শুরুর আধা ঘন্টার মধ্যে আখতারুজ্জামান চৌধুরীর অনুসারীরা মিছিল নিয়ে এ সমাবেশের প্রতিবাদ জানায়। মিছিলকারীদের দাবি তারা আনোয়ারা সংসদীয় আসনে থাকতে চায়, সিটি করপোরেশনে নয়।

মিছিলকারীরা সমাবেশে সাজিয়ে রাখা চেয়ার মঞ্চের দিকে ছুঁড়ে মারে। এক পর্যায়ে সমাবেশে উপস্থিত মেয়রের অনুসারীদের সঙ্গে আখতারুজ্জামান চৌধুরীর অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে। নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) কুসুম দেওয়ান বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত চার-পাঁচজন পুলিশ আহত হয়েছে। একটি রাইফেলের বাটও ভেঙে গেছে Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.