আমাদের কথা খুঁজে নিন

   

শৈল্পিক প্রেমের গঠন

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শৈল্পিক প্রেমের গঠন শাফিক আফতাব...................... আমি তোমাকে চাই__ শুধু কি দেহ ? না, মনও আমি তোমাকে চাই__ শুধু কি মন ? না, দেহও। শুধু যদি দেহ দাও__ পঙ্কিল হই__ অশুদ্ধ হই__ অপবিত্র হই ; শুধু যদি মন দাও__ জ্বলে যাই__ পুড়ে যাই__দগ্ধ হই।

তাহলে দুটোয় দাও নারী অবগাহন করি__সাঁতরাই__ উড়ি সারাটি বিকেল আকাশে ওড়াউ ঘুড়ি। খাই মজুত রাখি__কিংবা খাবার অপেক্ষায় থাকি পাই__ পাবার জন্য প্রস্তুত হই কিংবা পাবার অপেক্ষায় থাকি এসো__ কাছে এসো__বসে তা দাও__ আবার লুকায় জ্বালো__ নিভাও__প্রখর করো __শীতল করো__ ঋদ্ধ করো। এসো রিলিপের গমের মতোন না সরকারি খাস জমির মতোন মহাসড়কের পাশে কমমূল্যে পাওয়া সিএনজি পাম্পের জন্য বরাদ্দকৃত জমির মতোন না এসো নন্দিত ছন্দে__শিল্পকলার ষোলকলা পূর্ণ করে, শিল্পের আবেশ মেখে__ভালোবাসার সূত্রসকল কণ্ঠস্থ্য করে আমাকে জ্বালাতে আসো__ নেভাতে আসো, উত্তাপিত করতে আসো আমাকে ভরিয়ে দিতে এসো। দেখবে দেহ আর মন মিলে একটি শিল্প হয় এই শিল্পের অধ্যয়ন বর্ষার জলের মতোন অবাধ নয়__ সেটা ঝর্ণার জল কিংবা মেঘ ছুয়েঁ যে বৃষ্টি নামে__তারই দোলায়িত ছন্দ। ৩০.৮.২০১৩


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.