এক জন পুরুষ যতই সাহসী ও শক্তিশালী হোক না কেন তার জন্য একটি নারীই যথেষ্ট্য।
জনপ্রিয়তায় শীর্ষে শৈল্পিক স্থাপনা আইফেল টাওয়ার
জনপ্রিয়তার দৌড়ে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি আর ভারতের তাজমহলকে পেছনে ফেলে এগিয়ে গেল ফ্রান্সের গর্ব আইফেল টাওয়ার। লন্ডনের হোটেলস ডটকম নামের একটি ওয়েবসাইট পরিচালিত জরিপে বিশ্বের ১০ হাজারের বেশি আন্তর্জাতিক পর্যটক অংশ নেয়। তাদের ভোটে বিশ্বের সবচেয়ে শৈল্পিক ভবন হিসেবে প্যারিসের নান্দনিকতার প্রতীক আইফেল টাওয়ারই প্রথম স্থানে ঠাঁই পেয়েছে। ১৬ শতাংশ ভোট পেয়ে আইফেল টাওয়ার প্রথম হয়।
দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স ভ্যালিসিয়া ভবন। আর তৃতীয় হয়েছে ভারতের তাজমহল।
অবশ্য প্রথম ছয়টি আকর্ষণীয় স্থাপনার মধ্যে তিনটিই যুক্তরাষ্ট্রের। এগুলো হলো গোল্ডেন গেট ব্রিজ, স্টেট এম্পায়ার বিল্ডিং ও স্ট্যাচু অব লিবার্টি। টপ টেনে ব্রিটেনের কোনো স্থাপনা নেই।
তবে ১১তম স্থানে রয়েছে দেশটির বিগবেন ঘড়ি ও ১২তম স্থানে রয়েছে লন্ডন আই।
১৮৮৯ সালের ৩১ মার্চ আইফেল টাওয়ার উদ্বোধন করা হয় আর ৬ মে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এই সালে বিশ্ব বাণিজ্য মেলার প্রধান গেট হিসেবে এটি নির্মাণ করা হয়। প্রায় ১০ হাজার টন লোহা দিয়ে তৈরি এ টাওয়ারটি এন্টেনাসহ এক হাজার ৬৩ ফুট উঁচু। অর্থাত্ এটা সাধারণভাবে ৮১ তলা ভবনের সমান উঁচু।
স্থপতি ও ডিজাইনার গুস্তাফ আইফেলের নামানুসারে এ টাওয়ারের নামকরণ করা হয়। ১৯৩০ সাল পর্যন্ত এটা ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা।
নির্মাণের পর থেকে বিশ্বের নানা প্রান্তের ২০ কোটির বেশি পর্যটক আইফেল টাওয়ার পরিদর্শন করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।