১ ঘণ্টা ৪৮ মিনিট ৫৬ সেকেন্ড বসে থেকেও ফেসবুকে ঢুকতে পারছি না। কারণ জিপি-র ইন্টারনেটের স্পিড ০ (শূন্য) কেবিপিএস। আমি গ্রামীণফোনের বিজনেস সল্যুশনের আনলিমিটেড (পি-২) ইন্টারনেট ব্যবহার করি এবং গ্রামীণের মডেম ব্যবহার করেই। দিনরাত ২৪ ঘণ্টার ২০ ঘণ্টাই স্পিড থাকে ৫ কেবিপিএস-এর কম, আর দিনের মধ্যে ৮-১০ ঘণ্টা কোনো স্পিড-ই থাকে না; মানে ০ (শূন্য) কেবিপিএস। ভোররাতে মানে রাত ৩-৪ টার দিকে স্পিড ভালো পাওয়া যায়, ১০-১৫ কেবিপিএস ওঠে। প্রাইওরোটি বেজড বিজনেস সল্যুশনের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করে, আমার-ই যখন এই অবস্থা, তখন প্রি-পেইড অথবা সাধারণ পোস্টপেইড গ্রাহকদের কি অবস্থা, আল্লাহ মালুম!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।