আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসের মৃত নগরীতে আমি রাজাধিরাজ



সে কে? তল্লাটের স্বপ্ন দেখে, আমায় ফেলে, আমি ভরা যৌবনের উত্তাল সমুদ্র ভাটা করেছি, পৃথিবী সৃষ্টির আগে, হয়েছি স্বর্গচু্্যত, যতবার তাকিয়েছি তোমার নয়নে। আমি রাতের আকাশে ম্লান ধ্রুবতারার হাত ধরে দেখেছি, নিয়তির নিষ্ঠুর লীলাখেলা, আমার চর্তুপাশে দেবতাদের বসবাস নেই কিন্তু? স্বপ্ন নিয়ে লূকোচুরি খেলেছি তোমাকে মধ্যে রেখে, মৃর্ত্তিকার অধরে চুপিচুপি এঁকেছি হৃদয়ের বিকৃত মানচিত্র, যেখানে সীমারেখার অবশিষ্ঠ নেই, সীমাহীন দুঃখ নিয়ে এখন ভুলতে বসেছি, এই নগর আমার, আমিও রাজাধিরাজ, বিশ্বাসের মৃত নগরীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।