আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের প্রকাশ্য সংলাপ বনাম স্বগত সংলাপ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আজ ঈদ। বিভিন্ন রকম সংলাপ শোনা যাচ্ছে চারদিকে। কিন্তু প্রকাশ্য সেই সংলাপের আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোন সংলাপ ? কী সেই স্বগত সংলাপ ? পিচকি : প্রকাশ্য সংলাপ : না খালাম্মা, আর সেমাই খাব না। পেট একেবারে ভরা স্বগত সংলাপ : খালি সেমাই খাওয়ায়। ঈদের বকশিশের খবর নাই।

বাচপাইনকালের দুস্ত : প্রকাশ্য সংলাপ : বাসায় আসিস বন্ধু। ভাবীকেও নিয়ে আসিস। স্বগত সংলাপ : হালায় নাকি আবার একগাদা পুলাপান আর মোটা বৌ নিয়া সত্যি হাজির হয়। শালা : (দুলাভাইকে) প্রকাশ্য সংলাপ : দুলাভাই, আপনের মতো দিলদরিয়া মানুষ একটাও দেখি নাই। কথায় কথায় খালি পকেটে হাত দেন।

স্বগত সংলাপ : পকেটে হাত দিলে কী হইব, খালি ভাংতি খুঁজেন, নোট তো দেখি না। দুলাভাই : (শালাকে) প্রকাশ্য সংলাপ : অনেক দিন পর এলে, আজকাল তো দেখাই যায় না। স্বগত সংলাপ : তর জ্বালায় কোনখানে যে হান্দাই। আঠার মতো লাইগ্যা আছস। তর কি আর কোন কাম নাই ? গিন্নি : (কর্তাকে) প্রকাশ্য সংলাপ : তোমার দেয়া শাড়িটা যা মানিয়েছে না।

সবাই খুব প্রশংসা করল। স্বগত সংলাপ : তুমি একটা ক্ষেত আর কিপটা। তোমার পুরা গুষ্টিই ক্ষেত আর কিপটা। কর্তা : (গিন্নিকে) প্রকাশ্য সংলাপ : এই শাড়িতে তো তোমাকে খুবই সুন্দর লাগছে। স্বগত সংলাপ : তুমি তো শাড়িই পরা শিখলা না।

পাশের বাড়ির ভাবীরে দেখ। কেমন সুন্দর কইরা প্যাঁচ দিয়া শাড়ি পড়ে। আপনারা আরও আরও সংলাপ যোগ করে দিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.