জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আজ ঈদ। বিভিন্ন রকম সংলাপ শোনা যাচ্ছে চারদিকে। কিন্তু প্রকাশ্য সেই সংলাপের আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোন সংলাপ ? কী সেই স্বগত সংলাপ ?
পিচকি :
প্রকাশ্য সংলাপ :
না খালাম্মা, আর সেমাই খাব না। পেট একেবারে ভরা
স্বগত সংলাপ :
খালি সেমাই খাওয়ায়। ঈদের বকশিশের খবর নাই।
বাচপাইনকালের দুস্ত :
প্রকাশ্য সংলাপ :
বাসায় আসিস বন্ধু। ভাবীকেও নিয়ে আসিস।
স্বগত সংলাপ :
হালায় নাকি আবার একগাদা পুলাপান আর মোটা বৌ নিয়া সত্যি হাজির হয়।
শালা : (দুলাভাইকে)
প্রকাশ্য সংলাপ :
দুলাভাই, আপনের মতো দিলদরিয়া মানুষ একটাও দেখি নাই। কথায় কথায় খালি পকেটে হাত দেন।
স্বগত সংলাপ :
পকেটে হাত দিলে কী হইব, খালি ভাংতি খুঁজেন, নোট তো দেখি না।
দুলাভাই : (শালাকে)
প্রকাশ্য সংলাপ :
অনেক দিন পর এলে, আজকাল তো দেখাই যায় না।
স্বগত সংলাপ :
তর জ্বালায় কোনখানে যে হান্দাই। আঠার মতো লাইগ্যা আছস। তর কি আর কোন কাম নাই ?
গিন্নি : (কর্তাকে)
প্রকাশ্য সংলাপ :
তোমার দেয়া শাড়িটা যা মানিয়েছে না।
সবাই খুব প্রশংসা করল।
স্বগত সংলাপ :
তুমি একটা ক্ষেত আর কিপটা। তোমার পুরা গুষ্টিই ক্ষেত আর কিপটা।
কর্তা : (গিন্নিকে)
প্রকাশ্য সংলাপ :
এই শাড়িতে তো তোমাকে খুবই সুন্দর লাগছে।
স্বগত সংলাপ :
তুমি তো শাড়িই পরা শিখলা না।
পাশের বাড়ির ভাবীরে দেখ। কেমন সুন্দর কইরা প্যাঁচ দিয়া শাড়ি পড়ে।
আপনারা আরও আরও সংলাপ যোগ করে দিতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।