আমাদের কথা খুঁজে নিন

   

একাকিত্বের ভালোবাসা

আগ্রহ মোর অধীর অতি— কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা। সন্ধ্যায় যখন বারান্দায় যাই, চেয়ারে পা তুলে জব থবো হয়ে বসে থাকি। যতদূর দৃষ্টি যায়, তাকিয়ে থাকি। বাইরে খুব একটা আলো না থাকায় বেশি দূরে দেখতে পারিনা।

তারপরও, সবকিছু দেখছি, কিন্তু কিছুতেই মন নাই, এমন একটা উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকি। মাঝে মাঝে শীতের হালকা শিরশির করা বাতাসে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাঝে মাঝে আবার দমকা বাতাস দেয়। তখন গায়ের লোমকূপ গুলো ফুলে ওঠে। তুমি যদি তখন আমাকে দেখতে, আমি শিয়র, তুমি বলতে আমার হাম হয়েছে।

হা হা হা । যখন দমকা বাতাসটা গায়ে লাগে, কি যে ভালো লাগে আমার, তোমাকে বোঝাতে পারবোনা। ঠিক যখন ভালোলাগাটা শুরু হয়না, ঠিক তখন থেকেই মনের কোণায় এক ধরনের চাপ পড়তে থাকে। যেটা আস্তে আস্তে বিষাদ এ পরিণত হতে থাকে। ভালো লাগার কারনে ঠোঁটের কোণায় একটা হাসি ফুটে উঠলেও, এই আনন্দ ঘন মুহূর্তে তুমি পাশে নাই, আমি না ভাবতেই পারিনা।

তুমি পাশে নাই, এই সত্যটা মন মানতেই চায় না। এই যে, আরাম করে বসে আছি; খুব ইচ্ছে করছে এক কাপ চা খেতে। কাউকে বললে হয়তো দিয়ে যাবে; কিন্তু সেই চায়ে কি তোমার আদর থাকবে বলও??? চা-টা কিন্তু এখানে প্রধান বিষয় নয়। তুমি দিচ্ছ, চায়ের কাপে তোমার হাতের ছোঁয়া থাকবে, থাকবে তোমার আদর মাখা গাড় লিকার, সেটাই কিন্তু প্রধান। তাছাড়া চা-টা হাতে পাচ্ছিনা বলে, তুমি পাশে না থাকার যে অনুভূতিটা কাজ করছে, সেটা আমি হারাতে চাচ্ছিনা।

তার চেয়ে এই ভালো। তোমাকে কাছে না পাওয়ার আকুলতা আমাকে গ্রাস করে খাক। আমি জানি, তুমিও ঠিক আমার মতো করেই তোমার অবসর, ক্লান্ত বিকেল গুলোতে আমাকে সঙ্গী করে কাঁটাও। তুমি যে আমাকে সঙ্গী কর, সেটা ভেবেই আমার ভালো লাগে। ভালো লাগে তোমার অবসর এর সাথী হতে পেরে।

¬¬¬¬আমার মতো তুমিও যে সব সময় আমার কথা ভাবো, এইটাতেই আমার সব ভালো লাগা। ভালোবাসা। আমার যে কি হয়েছে না। যত দিন যাচ্ছে, তোমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছি। বিশ্বাস কর, একা একা বারান্দায় বসে থাকতে আমার আর ভালো লাগে না।

এক দম-ই না। বসে থাকতে থাকতে যখন মাঝরাত হয়ে যায়, অনেক ভয় করে জান। মনটা চায়, অন্তত তুমি একবারের জন্য হলেও আসো। আমার হাত ধরে আমাকে একটু সাহস দাও। একবার হলেও বলও- এইতো আমি।

এইতো আমি তোমার পাশে আছি। কিসের ভয় তোমার। তোমার অভয়ে আমি সাহস পাব। তারপর তোমার হাতে হাত রেখে আবার পুটুর পুটুর গল্প করতে করতে কালো অন্ধকারের নাঝে হারিয়ে যাব। এর চাইতে বড় সুখ আর কি আছে বলও?? থাকা কি সম্ভব?? একাকিত্তে আমার যত ভয়, তোমাকে পাসে নিয়ে সেই ভয়টা কাটাতে পারলাম।

এইতো, ভালোবাসা। কল্পনার জগতটা আসলেই অনেক সুন্দর, তাইনা?? চোখ বন্ধ করলেই তুমি আমার পাসে। চোখ বন্ধ করে গভীর ভাবে তোমাকে যখন ভাবি, শ্মশান নীরবতার মাঝে তোমার নিঃশ্বাসের শব্দ আমি পাই। মনে হয় হাত বাড়ালেই তোমাকে স্পর্শ করতে পারবো। মনের বিশ্বাসটাকে প্রশ্রয় দিয়ে আস্তে আস্তে আমার হাতটা তোমার দিকে এগিয়ে দেই।

হৃৎপিণ্ডের মাঝে একটা চাপ অনুভব করি তখন। যদি সত্যি তুমি হাত রাখো আমার হাতে। গা শিওরে ওঠে তখন। কি যেন একটা সুখের অনুভুতি পাই আমি। মনে হয়, এইতো জীবন, এইতো ভালোবাসা।

আমি ধীরে ধীরে একাকিত্তের সুখ পেতে থাকি। আহা, কি সুখ। । যখন চোখ খুলি। কল্পনার জগতটা হাওয়ায় মিশে যায়।

তুমি ও কোথায় যেন চলে যাও। পৃথিবীর সমস্ত অভিশপ্ত বিষাদ তখন আমার মনে ধরা পড়ে। মনে হয় চোখের সামনের চেনা জগতটা কালো, আর অচেনা হয়ে গেছে। মনে হয়, কিছু নাই আমার। আমার পৃথিবী ফাঁকা।

আমার বাবা নাই, মা নাই, কোন ভাই বোন ও নাই আমার। আমার শুধু তোমাকে দরকার। শুধু তোমাকে। তুমি কেন বুঝতে পারনা। একাকীত্ব আমাকে গ্রাস করে খাচ্ছে।

আমি তো তোমার একটাই, তাইনা। আমার কথা ভাব্বানা তুমি?? “পড়াশুনাই কি জীবনের সব” বলও?? মাঝে মাঝে দূরত্ব যে ভালোবাসা বাড়ায়, তার প্রমাণ পাচ্ছি। তুমি আজ পাসে নাই বলেই হয়তো তোমাকে এতো বেশি ভালবাসতে পারছি। নিজের মতো করে তোমাকে ভালবাসছি। আমার ভালোবাসা তোমার নিঃশ্বাসের সাথে জড়িয়ে গেছে জান?? এটা কোন বিশেষ দিন দেখে আসে না।

এইযে আজ ১৪ ফেব্রুয়ারী, তোমার হাতে একটা ফুল তুলে দিতে পারলাম না। গতকাল ১লা ফাল্গুন গেলো, তোমাকে একটা টেক্সট করলাম না, এতে কি তোমার প্রুতি আমার ভালোবাসা এক ফোঁটা ও কমে গেলো? তুমি ই বলও??? কি করবো বলও, পকেটে আছে মোটে ২০ টাকা। তুমি থাকো ৩০ কিলোমিটার দূরে। দুর্দিনের এই দিনে, ২০ টাকা ফ্লেক্সি দিলে ২২ টাকা নেয়। আমার মতো ভার্সিটি পড়ুয়া ছাত্রের কাছে একটা গোলাপ কেনা কি এতই সহজ, তুমিই বলও??? প্লিজ, মন খারাপ করনা।

তুমি ই বল, তোমার আমার ভালোবাসা কি এতই ঠুনকো জিনিষ যে, বিশেষ বিশেষ দিনের অপেক্ষায় তা আটকে থাকবে?? আমাদের জন্য তো ৩৬৫ দিনই ভালোবাসা দিবস। প্রুতিদিন সকালে আমাদের জন্ম হয় পরস্পরের জন্য। আমরা সারাদিন প্রেম করি, তারপর রাতে আবার তোমার কোলে মাথা রেখে ক্ষণিকের জন্য মারা যাই। । সমস্যা কি তাতে, কাল ভোঁরে তো তোমার জন্যই জন্মো নিবো আমি।

সারাটা দিন তোমার জন্যই বাঁচব আমি। এটা কি প্রেম না?? তুমিই বলও?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।