আমাদের কথা খুঁজে নিন

   

কেমন যেনো একাকিত্বের, কি যেনো, কেমন যেনো........

Khan IT Source

ভুলতেই চেয়েছিলাম........... ভুলতেই চেয়েছিলাম, কান্না জরানো ঐসব, তাকে, তার সব......... ঐসব দিন-রাত, অধির আগ্রহ, নিজেকে জরিয়ে রাখা সব...... এই সত্য করে লিখছি আমি, ভুলতেই চেয়েছিলাম..... মেঘ বর্ষার মতো ভাবনাতে আবার ফিরে এসেছে, ফিরে এসেছে.... ফিরে আসে বার বার, তবু ভুলতেই চেয়েছিলাম.........................., অনেক অনুরোধ আমার........ অনেক ভীতু অভিপ্রায়ে রোদ বৃষ্টি ধুলোয় একাকার, অনেক অনুরোধ আমার, না বলা ভাষা আমার...., না বলা কথা তার..... কত বুঝে নিয়েছ....... কত খুজে নিয়েছি ঐ দু'চোখ থেকে.......... অনেক অনুরোধ আমার........ একাকি আর্তনাদ অনেক অনেক...... অনেক বেশি মনে পরে সব....... চেনা অচেনা, বিরক্তিকর, ভালোলাগা সব...... সব কিছু, ক্লাশ শেষে বাড়ি ফেরার পথে........ চিঠি, আঁকা, খাম...... পাশ ঘেশে চোখে তাকিয়ে চলে যাওয়া...... চলে গিয়ে কিছুদুর...... আবার কাছে ডাকা..... অনেক কবিতা, অনেক লেখা.... অনেক অনেক.... তবু তো ভুলতেই চেয়েছি, ভুলতে..... একা একা একলা একা....... এই ব্লগে তাকে লেখা.... তবু তো লিখি আজও কিছু..... ভেবে ভেবে এস্ট্রে জুড়ে পোড়া ভাবনা জমে.... কথা জমে..... অনেক জমে থাকার সাথে, অস্থির অথচ নির্বাক, ভুল গুলো কিভাবে যেনো ফিরে আসে....... কিভাবে কেনো ভুল করে ভুলে যাওয়া মনে পরে.... মনেই পরে..... আমি তো ভুলেই ছিলাম.... মনে করেও ভুলে থাকি... এখনো বৃষ্টি হয়...... স্পর্শ করি শরীর দিয়ে, মন দিয়েই যত কষ্ট, এখনো হয়তো তার জানালার পাশে জমে বৃষ্টি জল.... সেই সময় কি মনে পরে............... জমে থাকা জলে কাগজের নৌকো ভাসাতে, ভ্রু কুচকে ঠোট হাসাতে, ভুলিনি কিছুই তার, সেই সময়, সেই দিনকার, কিছুই আর, সেই মূহুর্ত তার আমার.......... তবু তো ভুলতে চাই........... ভুলে থাকতে দিতে চাও তুমিও......, তবে কেনো আবার ফিরিয়ে দাও সেই ভুল..... সেই মনে করা মন ভোলানো দিন, বেনি দুলিয়ে, চোখ রাঙিয়ে ছুয়ে যাওয়া, কখনো চুলে ঢাকা আড়ালে চোখে জল........ কখনো লজ্জা, কখনো......... কখনো........ কখনো....... কখনো অস্পৃশ্য শিহরণ, অদৃশ্য সিঞ্চন, কখনো....... আমি কি ভুলতে পারি ওসব.... ওতসব, তাহলে তো আমি আমার মাঝেই নেই...... তবু তো থাকতে চাইনি, তবে কেনো আবার ডাকো.... ফিরিয়ে দিবে বলে, বঞ্চিত থেকেও বঞ্চিত আমি........ তারপরেও কেনো........................................... ........................................................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.