এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........
ধুলো পরা স্মৃতি
ভুলে যাওয়া স্পর্শ
স্বপ্নে হারানো সেই প্রিয় চেনা মুখ
কংক্রীটের শহরে কেজি দরে ভালোবাসার কেনাবেচা
এসবের মাঝে টিকে থাকা আর সবুজের স্পর্শ খোঁজা
সেই কাঙ্খিত বৃষ্টির প্রত্যাশা
যে বৃষ্টির ছোয়ায় আরেকবার সবুজ হবে হৃদয়
ভুল করে চাঁদের আলোয় তোমার ছায়া খোঁজা
তুমি আর তোমার আলোর উৎসব কিছুইতো আমার নয়
আমার জীবনে জোছনা ফেরারী
ফেরারী সূর্য্য কিরণ
ধুসর বাস্তবতায়
বেঁচে থাকাটা যতটা অর্থহীন
ঠিক ততটাই অর্থহীন আত্মহননের চিন্তাটাও
শেষ পর্যন্ত বসে থাকি
আমি আর আমার একাকিত্ব
মুখোমুখি
পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক জুটির চাইতেও দৃঢ় আমাদের বন্ধন
আমি আর আমার নিঃসঙ্গতা
যে ত্রৈধ বিন্দুতে সব রূপকথা চুপকথা হয়ে গেছে
(রিপোষ্ট )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।