আমাদের কথা খুঁজে নিন

   

কর্দমাক্ত জাতীয় ঈদগাহ (হা-ডু-ডু খেলার উপযোগী)!



প্রতিবারের মত এইবারও ঈদের নামাজ পড়ার জন্য জাতীয় ঈদগাহ এর উদ্দেশে বাহির হইছি। যাওয়ার পথেই দেখি ফোটা ফোটা বৃষ্টি পড়তাছে। ঈদগাহে গিয়া তো চক্ষু চড়কগাছ! বিশাল সামিয়ানা টানানো হইছে কিন্তু ঘাসের উপর ত্রিপল দেয়া আর পানিতে সবদিক সয়লাব। কই যে বসি? (জানতাম ত্রিপল দেয় মাথার উপর বৃষ্টি থিকা বাচাঁর জন্য কিন্তু এইবার দেখলাম ত্রিপল দেয় বৃষ্টির পানি জমার জন্য। দেশে পানির কত অভাব!) অনেক কষ্টে পানি সরায়া জায়নামাজ পাতায়া বসলাম।

হুজুর সুন্দর সুন্দর কথা কইতেছে। একটু পরে দেখি মাথার উপর দিয়া বৃষ্টির পানি পড়ে। আরো জোরে জোরে বৃষ্টি শুরু হইলো। প্রায় ৯টা বাইজা গেছে। হঠাৎ হুজুর কয় প্রতিকূল আবহাওয়ার জন্য নামাজ হইব না বায়তুল মোকাররম যান।

এইবার পাবলিক চিল্লাচিল্লি শুরু করলো। কয় এতক্ষণ ধইরা বৃষ্টিতে ভিজা রইছি আর একটু কষ্ট কইরা বৃষ্টিতে নামাজ পড়তে পাড়মু না! পুরা জিহাদী জোশ!!! বড় মজাক পাইলাম। লগে আমিও একটু চিল্লাচিল্লি করলাম। এইরকম চান্স আর নাও পাওয়া যাইতে পারে! এইদিকে কিছু কওয়ার আগেই দেখি হুজুর নামাজ শুরু কইরা দিছে। পাবলিকের হুড়াহুড়ি আর দেখে কে।

নাকাল হইয়া কোনো রকমে নামাজ শেষ করে বাসায় ফিরলাম। ফেরার পথে শুনলাম পুলিশরা কইতাছে হুজুর নামাজ পড়ায়া ভালো করছে নইলে পাবলিকের গুতা খাওয়া লাগতো। আজকে তো লাঠি সাথে আনি নাই, পিটামু কেমনে? অন্যজনে কয় সারা বছর তো পাবলিকরে পিটাও, আজকে নয় একটু পাবলিকের মাইর খাইলা! বৃষ্টিতে একদম চুপচুপা ভিজা গেছি। পান্জাবী, পায়জামা, আ... ... সবকিছুই। একদম পোতায়া যাইতেছি!!! সবাইকে বৃষ্টি ভেজা ঈদ শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।