আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তা পাকা করার দাবি : কর্দমাক্ত রাস্তায় ধান লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

পাবনার সাঁথিয়ায় রাস্তা পাকা না হওয়ায় কর্দমাক্ত রাস্তায় ধান লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানালেন এলাকাবাসী। তাদের অভিযোগ, কৃষিপ্রধান এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের চোখে পড়ে না কখনও। জানা যায়, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পাবনা-নগরবাড়ী মহাসড়কের ২৪ মাইল সংলগ্ন ক্ষেতুপাড়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের কালাম মেম্বারের বাড়ি থেকে মত্স্যজীবী পাড়া ভায়া ঐতিহাসিক ঘুঘুদহ বিলপাড় পর্যন্ত রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। দেশের প্রতিটি সরকার আমলে রাস্তাটি পাকা করার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা কথা দিলেও বাস্তবে তা দেখতে পায়নি ভুক্তভোগী এলাকাবাসী। রাস্তাটি ঐতিহাসিক ঘুঘুদহ বিলপাড়ে সংযুক্ত হওয়ায় বিলের হাজার হাজার হেক্টর জমির ফসল এ রাস্তা দিয়ে কৃষকরা ঘরে তোলে।

বিলপাড়ের কৃষকরা তাদের জমি থেকে পেঁয়াজ সংগ্রহ শেষে এবার ঘরে তুলতে শুরু করেছে বোরো ধান। বর্ষা মৌসুমে এ সময় বৃষ্টি দেখা দেয়ায় রঘুরামপুরের ওই রাস্তাটি পানি ও কাদায় একাকার হয়ে আছে। এতে বিল থেকে ফসল সংগ্রহসহ হাজার হাজার মানুষ হাট-বাজার, স্কুল-কলেজ এমনকি মুমূর্ষু রোগী বহন থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসীর দাবি, বার বার উপেক্ষিত হওয়ায় গত বৃহস্পতিবার তারা রাস্তার কাদায় ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানায়। এলাকাবাসী আবদুস সামাদ, আবুল কালাম মেম্বার ও শাহাদত্ হোসেন জানান, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার কথা বলে ভোট নেয়।

ভোটের পর আর তাদের দেখা পাওয়া যায় না। অতিদ্রুত রাস্তাটি পাকা করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।