আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দে ভাসছে বাংলাদেশ

zahidmedia@gmail.com

বাংলাদশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা যাওয়ার প্রেেিত সোমবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। রাজশাহী, মুন্সিগঞ্জ, সৈয়দপুর, কমিল্লা, নোয়াখালী, সিলেটসহ বিভিন্ন জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো: শাহজাহান মিয়া একথা জানান। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে ঘরে এখন বইছে খুশির ঢেউ। রোববার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় সোমবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই পাড়া-মহল্লার মসজিদগুলো থেকে মাইকে ঈদের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ঈদের জামাতের সময়সূচি। বাতাসে ভাসছে অতিপরিচিত সেই গান -‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশীর ঈদ...। ’ রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানের অবসানে ঈদের চাঁদ দেখামাত্র ছোট-বড়, ধনী-গরিব প্রতিটি মুসলমানের হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠে। ঈদের দিনে ধনী-গরিব, বাদশা-ফকির নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় ও একে অপরের সঙ্গে কোলাকুলি করে।

ঈদের ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে ‘দেশের বাড়ি’ চলে যাওয়ায় রাজধানীর পথঘাট এখন ফাঁকা। ঈদে রাজধানীকে সাজানো হয়েছে মনোরমভাবে। বিভিন্ন সরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। এ ছাড়া প্রধান সড়কগুলো ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সাজানো হয়েছে। হাসপাতাল, এতিমখানা ও কারাগারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনসহ বিশেষ আয়োজন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। চাঁদ দেখা কমিটি সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা যাওয়ার পর ঈদের খুশি ছড়িয়ে পড়েছে চারপাশে। দেশজুড়ে শুরু হয়েছে ঈদের আমেজ।

এককথায় ঈদের আনন্দে এখন ভাসছে বাংলাদেশ। রোববার দিন শেষে সূর্যাস্তের লগ্নে পশ্চিম আকাশে কাস্তের মতো সুরু একফালি চাঁদ দেখার জন্য অনেকেই খোলা আকাশের নিচে, বাড়ির ছাদে, রাস্তার পাশে খোলা স্থানে অথবা মাঠে-ময়দানে দাঁড়িয়ে চোখ রেখেছিল পশ্চিম দিগন্তে। ছেলে-বুড়োসহ সব বয়সের নারী-পুরুষ অধীর আগ্রহে খুঁজে ঈদের চাঁদ। আকাশে নতুন চাঁদ দেখার পর পরই আনন্দে মেতে ওঠে মানুষ। ঈদের চাঁদ দেখা গেলে সবার চোখে-মুখে ফুটে উঠে আনন্দের ঝিলিক।

শহর ও গ্রাম নির্বিশেষে উৎসবে মেতে উঠে গোটা দেশ। ঘরে ঘরে চলছে সেমাই, ফিরনি, জর্দা, পোলাও, কোরমা প্রভৃতি ঈদের খাবার তৈরির প্রস্তুতি। ঈদের সকালে নতুন জামা আর টুপি মাথায় সবাই ছুটবে ঈদগাহ কিংবা মসজিদে। জামাতে নামাজ শেষে ছোট-বড়, ধনী-গরিব, ভৃত্য-মনিব পরস্পর কোলাকুলি করবে। ভেদাভেদ ভুলে সাম্য ও সৌহার্দ্যরে হাত বাড়িয়ে দেবে সবাই।

রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ঈদের দিন সরকারি-বেসরকারি ভবনে তোলা হবে জাতীয় পতাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।