আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচি আনন্দে...

একা আমার জীবন আমার আকাশ অনেক বড় সাদা মেঘের ভেলা উড়াই শুধু রঙ্গের ঘুড়ি খেলি নানান খেলা। শিশুর মত মন নিয়ে কাটাই দিন রাত হরেকরকম কাব্যমেলায় করছি সব মাত.... মাঝে- সাঝেই আমি ছোটদের কাব্যে ডুব দিয়ে আমার ভেতরের শিশুটাকে আরেকটু জাগাই। ছোট ছোট কিছু লেখা বা মজাদার কিছু পড়াও বিনোদনের খোরাক যোগায় বেশ। আজ পড়ছিলাম দেশ-বিদেশের কৌতুক। 'নেকটাই'- মার্ক টোয়েনের একটা মজার কৌতুক।

আমার কাছে বেশ ভাল লাগল। তাই শেয়ার করছি। 'আঙ্কল টমস কেবিন' গ্রন্থের লেখিকা মিসেস স্টো- এর বাড়ি দীর্ঘক্ষণ গল্পগুজব করে একদিন বাড়ি ফিরে এলেন মার্ক টোয়েন। ফেরা মাত্র স্ত্রী বললেন- এতক্ষণ ছিলে কোথায়? মার্ক টোয়েন- কেন, মিসেস স্টো-এর সাথে প্রাণখুলে গল্প করছিলাম। স্ত্রী বলল- সে কি! অমন বিখ্যাত মহিলার বাড়ি গেলে, ঠিকমত গলায় নেকটাইও বেঁধে যাওনি? মার্ক টোয়েন স্ত্রীর কথায় কিছুটা অপদস্থ হলেন।

পরদিন মিসেস স্টো- এর বাড়ি গিয়ে হাজির হল মার্ক টোয়েনের খানসামা। তার হাতে একখানি প্যাকেট ও চিঠি। সেই চিঠি পড়ে হাসিতে ফেটে পড়লেন মিসেস স্টো। তাতে লেখা- 'আমাকে মার্জনা করবেন। গতকাল নেকটাই না বেঁধে আপনার সামনে বসে আধাঘন্টা আলাপ করেছি।

আমার স্ত্রীর মতে এটা বড়ই অভদ্রতা। তাই সেই নেকটাইখানা পাঠালাম আপনার কাছে। আপনি অনুগ্রহ করে আধাঘন্টা ওটা দেখবেন। দেখা শেষ হয়ে গেলে ওটা ফেরত দিতে ভুলবেন না। কারণ ওটাই আমার সবেধন নীলমণি!' সারাদিন কাটল অবিরাম আনন্দে।

রাত এল, অব্যাহত থাকুক আনন্দধারা। সবার জন্য শুভকামনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।