আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধন ছেড়ার আনন্দে

এরকমই, আমি এরকমই
অপূর্ণতা কি কখনো তৃপ্তি এনে দেয়? রোদ দেখে কি কেউ পায় বৃষ্টির ঘ্রাণ? বাঁধন ছেড়ার আনন্দে ও বিষাদে - ধনুকের মত নাচে কি কারও প্রাণ? হরিণী যখন দূরে আরও দূরে ছোটে , হাল ছেড়ে বাঘ হাঁফ ছাড়ে কি হর্ষে? বিষন্ন চিল - ঝড়ে ডানা ভেঙ্গে গেলে, সুখও কি পায় যখন বৃষ্টি বর্ষে? কঠিন নাবিক, ঝড়ের মাতমে নাচে? হলদে বিকেল সূর্য ডুবলে খুশি হয়? বিপন্ন পাখিরা খোঁজে শিকারী ও বন্দুক? গায়ক কি হাসে হারিয়ে গানের তাল - লয়? কেমন হালকা হালকা লাগে না? কাঁধ থেকে যখন দায়িত্বগুলো সরে যায় - যেভাবেই যাক, মুক্তি মুক্তি উৎসবে - বুকের ভিতর শান্তিতে বেশ ভরে যায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।