২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
লেখা আসলে এক অবচেতন মনের কারবার। যদি কেউ ভাবে যে, সে আজ অনেক কিছু লিখে ফেলবে সে একটা বোকা মাত্র।
লেখা ব্যাপারটা একটু অদ্ভুত-ই। অনেকের ক্ষেত্রে দেখা যায় যাই লিখে তাই সুপাঠ্য হয়ে যায়।
আবার অনেকে কত যে কাগজ নষ্ট করে !!!! তবু ও এমন লেখা হয় যে, নিজের ই পছন্দ হয় না।
তাই লেখার ব্যাপারে কার ও আগ্রহ থাকলে তাকে শুরুটা করতে হবে আপন খেয়ালে। লিখা যায় যে কোন কিছু নিয়েই। তবে ধৈর্য্য ধরে রাখাটাই সবচেয়ে জরুরী।
এই যেমন ব্লগে লিখছি, আমি নিজেও ভাবিনি যে এতটুকু লেখা হয়ে যাবে, কিন্তু হয়ে গেল।
আর এভাবেই ঘটনা গুলো ছোট ছোট খন্ডে সাজিয়ে-ই তৈরি হয়ে যায় জনপ্রিয় কোন উপন্যাস অথবা কোন লেখা।
তো শুরু করে দিন আজ-ই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।