আমাদের কথা খুঁজে নিন

   

তবলা

আমি সুজয়.........

ভারতীয় উপমহাদেশের সংগীতে তবলা অন্যতম জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। প্রাচীন সুমেরীয় সভ্যতায় তবলার মত বিশেষ যন্ত্রের প্রচলন ছিল। বর্তমানে যে তবলা দেখা যায় তা মূলত: ১৩০০ খ্রীষ্টাব্দে সম্রাট আলাউদ্দীনের সময় পারস্যেদশীয় কবি আমীর খসরু আবিষ্কার করেন। তবে এ নিয়ে মতভেদও আছে। তবলার চরম উৎকর্ষ সাধিত হয় ওস্তাদ সুধা খাঁর হাতে। তবলার অন্যতম একটি বৈশিষ্ট্য হল-প্রায় সব ধরণের গানের সাথেই এটি ব্যবহার করা যায়। যেমন-ধ্রুপদ গানে পাখোয়জ, কীর্তন গানে খোল, গজল গানে ঢোলক-সানাই ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু এদের প্রত্যেকের বেলায়ই তবলা ব্যবহার করা যায়। তবলার বিভিন্ন বাদন পদ্ধতি রয়েছে যেমন- দিল্লী ঘরানা, লখ্নৌ ঘরানা, বেনারস ঘরানা, ফরাক্কাবাদ ঘরানা, পাঞ্জাবী ঘরানা ইত্যাদি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।