আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা ম্যাজিক অভ ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক - তবলা

মরণ আমার ভালো লাগে তবলা হচ্ছে, একদিকে চামড়ায় মোড়া, এক জোড়া ঘাত/তাল বাদ্য বা পারকাসন। তবলার দুটি অংশের মধ্যে, কাঠের তৈরি ডান হাতে বাজাবার অংশটির নাম ডাহিনা (ডাইনা, ডাঁয়া) বা তবলা এবং তামা / পিতল / অ্যালুমিনিয়ামে মোড়া বাঁ হাতে বাজাবার অংশটির নাম বাঁয়া বা ডুগি। অতি দ্রুত লয়ে ও জটিল ভাবে হাতের আঙ্গুল ও তালু সঞ্চালনের মাধ্যমে তবলার বোল তোলা হয়। ভারতীয় উপমহাদেশীয় সকল ধারার সঙ্গীতে এবং বিশেষ করে উচ্চাঙ্গ সংগীতে, তবলা একটি অত্যাবশ্যকীয় বাদ্য ও সঙ্গত যন্ত্র। তবলা বাদকদের বলা হয় তবলিয়া।

একসময় তবলা বাদকদের তবলচি বলা হত, কিন্তু বাইজীগান বা খেমটানাচের সঙ্গতকারীদের জন্য বেশী ব্যবহৃত হওয়ায় অনেকেই তবলচি শব্দটিকে অসম্মানজনক মনে করতেন। সেই থেকে তবলচির বদলে তবলিয়া শব্দটির প্রচলন হয়। সঙ্গীতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, হজরত আমীর খুসরো (১২৫৩ – ১৩২৫), তবলার আবিষ্কারক হিসাবে স্বীকৃত। তিনি দুদিকে চামড়ায় মোড়া পারকাসন যন্ত্র, পাখোয়াজ কিংবা মৃদঙ্গকে দুই টুকরো করে (বা দৈবাৎ, তাঁর সামনে ভেঙ্গে দুই টুকরো হয়ে যাওয়ার পর) তবলা আবিস্কার বা তৈরি করেছিলেন। তবলার নামকরনের কাহিনীটিও চিত্তাকর্ষক।

কথিত আছে, দুই টুকরো হয়ে যাওয়া পাখোয়াজ / মৃদঙ্গে চাঁটি দেয়ার পর আগের মতোই সুন্দর বোল / শব্দ হওয়ায়, উৎফুল্ল হয়ে খুসরো বলে ওঠেন, “ভেঙ্গে গেল, তবুও কথা বলছে ?” তথা, “তোড়া, তব ভি বোলা” – “তব ভি বোলা” থেকেই তবলা নামের উৎপত্তি। হজরত আমীর খুসরোর উদ্ভাবনের পর থেকেই তবলা সকল ধারার ভারতীয় সঙ্গীতে জনপ্রিয়তা পায়। তবে পরবর্তীকালে সম্রাট আকবরের সভাসদ, উস্তাদ সুধা খাঁ, তবলা বাদনের উৎকর্ষ সাধন করেন। সেই থেকে বিভিন্ন ঘরানার তবলিয়াগন উচ্চাঙ্গ তবলা বাদনের সাধনায় রত রয়েছেন। দ্যা ম্যাজিক অভ ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক - তবলা এই জোড়া সিডির অ্যালবামে, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত জগতের সেরা তবলিয়া উস্তাদ ও পণ্ডিতগন তাঁদের সেরা কীর্তিগুলোকেই শোকেস করেছেন, শ্রোতাদের তাঁরা নিয়ে গেছেন তাল ও বোলের জাদুমাখা এক রহস্যময় ভুবনে।

সিডি ১ ১। এক তাল - উস্তাদ আল্লা রাখা ও উস্তাদ জাকির হুসেন ২। তিন তাল (পেশকার ও কাইদা) - উস্তাদ আহমেদজান থিরাকওয়া ৩। রূপক তাল - পণ্ডিত চৌবে মহারাজ ৪। নসরুখ তাল - পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় ৫।

তিন তাল - উস্তাদ শেখ দাউদ ৬। পাঁচ তাল কি সওয়ারী - পণ্ডিত নিখিল ঘোষ ৭। চার তাল কি সওয়ারী - উস্তাদ জাকির হুসেন ৮। চৌতাল, তিনতাল - পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ সিডি ২ ১। তিন তাল - উস্তাদ আল্লা রাখা ও উস্তাদ জাকির হুসেন ২।

ত্রিতাল - পণ্ডিত নিখিল ঘোষ ৩। ঝাঁপ তাল - পণ্ডিত সমতা প্রসাদ শর্মা ৪। তিন তাল - পণ্ডিত বিরজু মহারাজ ৫। রূপক তাল - পণ্ডিত কুমার বোস ৬। আদি তালম - পণ্ডিত কিষন মহারাজ ৭।

অষ্ট গ্রহন তাল - উস্তাদ সাবির খাঁ ৮। ঝাঁপতাল ও ঝম্পা - খাঁ সাহিব আমীর হুসেন খাঁ ৯। সুরফাঁক তাল - উস্তাদ আল্লা রাখা কোয়ালিটি - ১৩০ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ৫৬ + ৫৮ মেগাবাইটস ডাউনলোড - সিডি ১ সিডি ২ পাসওয়ার্ড - samu  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.