একেবারে অন্যরকম একটি মুভি। প্রত্যেকটি হিন্দি মুভিকে আমরা কিছুটা হলেও “ওম শান্তি ওম” –এর কাতারে ফেলে দিলেও কিছু মুভি হয় অন্যরকম। “নিউইয়র্ক” তাদের মধ্যে একটি। নিউইয়র্ক এর সবচেয়ে অসাধারণ দিক হলো এ মুভি আপনাকে কিছু একটা জানাতে চায়।
9/11 এর ভয়াবহ ঘটনার পর আমেরিকায় অবস্হানরত মুসলমানদের দুর্বিষহ জীবন তুলে ধরা হয়েছে এ মুভিতে।
এবং সেটা করা হয়েছে অত্যন্ত সুন্দর একটি কাহিনী দ্বারা। চলুন কাহিনী একটু জানা যাক।
Omar(Neil Nitin Mukesh) একজন দিল্রী থেকে আগত ভারতীয় ছাত্র। Scholarship পেয়ে পড়তে আসে New York State University তে। সেখানে দেখা হয় তার সাথে চমৎকার দুজন বন্ধুর সাথে।
“Maya” (Katrina Kaif) এবং “Sam” (John Abraham) এর সাথে বন্ধুত্ব তার জীবনে এক নতুন বসন্তের মতো আসে। ধীরে ধীরে Omar , Maya কে ভালবাসতে শুরু করে। কিন্তু একদিন সে জানতে পারে যে Maya এবং Sam দুজনে দুজনার। এরপর Omar চলে যায় তাদের জীবন থেকে। দীর্ঘ ৭ বৎসর পর আবার তাদের জীবন একে অপরের সাথে জড়িয়ে যায়।
এর ভিতরে ঘটে গেছে বহু ঘটনা। যার কল্পনা কেউ করতে পারেনি।
অভিনয়ের দিক থেকে John Abraham এবং Katrina Kaif এর Performance ছিল সত্যি চমৎকার। Neil এর অভিনয় আরেকটু পরিপক্ক হওয়া প্রয়োজন। পরিচালনার জন্য Kabir Khan প্রশংসার দাবিদার।
সংগীত আরেকটু ভালো হতে পারতো। সব মিলিয়ে দেখার মতো মুভি।
রেটিং : ৩.৫/৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।