আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা এখন ফাঁকা

জীবনের দীর্ঘ পথ অনেকটা পেরিয়ে এসে আমি একজন ক্লান্ত পথিক, তবে অবসর খুবই কম। তাই ইচ্ছে থাকলেও লেখা হয় না তেমন একটা।

প্রিয় ব্লগার বন্ধুরা, অত্যন্ত আনন্দের খবর। ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। রাস্তায় জ্যাম নেই, ভীড় নেই।

কি মজা। ঢাকা ফাঁকা হয়ে গেছে, ঢাকা ইজ নাও রিডিফাইন্ড, কারণ দলে দলে 'মফিজ'রা ঢাকা ত্যাগ করে চলে গেছে। সঙ্গে নিয়ে গেছে তাদের সৃষ্টি করা জ্যাম, নিয়ে গেছে তাদের পরিশ্রান্ত শরীরের ঘামের দূর্গন্ধ। ওরা আমাদের উপহার দিয়ে গেছে জ্যামহীন ঢাকা। ফাঁকা রাস্তায় জীপ নিয়ে মহানন্দে ঘুরতে বেরিয়েছে জন-ভিপাশা, সরি জন-ইয়োঠার্ণ।

তারা অনেকদিন পর তাদের বাপ-দাদার সম্পত্তি ফিরে পেয়েছে আগের মত করে। আর আমার মত 'মহা-মফিজ' যারা, এই শহর যাদের আপন করে নেয়নি, আবার যাদের এই ঈদে যাওয়ার কোন জায়গা নেই, তারা এই ফাঁকা হয়ে যাওয়া ঢাকার অলিতে গলিতে এখনো পরে আছি। কেউ হয়তোবা ফার্মগেট, নিউমার্কেট বা গাওছিয়ার চিপাতে বোনাসের স্বল্প টাকায় প্রিয়জনের (প্রিয় 'জন' নয়) জন্য কিছু কেনার চেষ্টা করছি। আর ভাবছি, ইশ, যদি ব্যাংকক যাইতে পারতাম ... বিঃ দ্রঃ মনের কথা খুলে বললাম বলে কেউ আবার মাইন্ড খাইয়েন না যেন। আমি তো মফিজ, কি কইতে কি কই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.