দীপ জ্বেলে যাই
ঈদ উল ফিতর খুব কাছে। অনেক কেনাকাটা হচ্ছে। জিনিসপত্রের দাম যত বাড়ছে, আমাদের কেনা কাটার আগ্রহ তার সাথে পাল্লা দিয়ে আরো বেশী বাড়ছে। মেয়েদের একটা ড্রেস আসছে নাম নাকি মাসাক্কালি। মাশাআল্লাহ।
ছেলেদের একটা ড্রেস বানাবো চিন্তা করেছি। নাম দিব আশেক-আলী। আমাদের বেশ ভালোই উন্নতি হচ্ছে।
কথায় কথা বাড়ে। তাই বলছি ছোট্ট করে।
মনে করেন আপনি শপিং করতে গেলেন। অনেক ভিখারী চোখে পড়ে। বাচ্চা ভিখারী প্রচুর চোখে পড়ে... আপনার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে... দুইটা টাকা দ্যান!! আপনার হয়ত ইচ্ছা করছে টাশ করে দুইটা চড় বসিয়ে দিতে। কানের কাছে ঘ্যান ঘ্যান কার ভালো লাগে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট।
ওকে চড় মারেন বা যা কিছু করেন... প্লিজ... ওকে একটা দোকানে নিয়ে যান। সবচেয়ে সস্তা জামাটা খুঁজে বের করে ওকে দিয়ে দেন। আমার বিশ্বাস, অই বাচ্চাটাকে একটা ধমক কিংবা একটা চড় মারার চেয়ে এই কাজটা অনেক বেশী আনন্দদায়ক হবে।
(ফেসবুকে একটা গ্রুপ থেকে পাওয়া মেসেজ আপনাদের সাথে শেয়ার করলাম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।