৯ সেপ্টেম্বর ২০০৯
চাঁদ সরকারের বলপূর্বক উচ্ছেদ অভিযান বন্ধ করা উচিৎ কারণ এই ধরনের উচ্ছেদের কারণে ইতোমধ্যে সহস্রাধিক ব্যক্তি রাজধানী শহর এনডিজামেনা-তে গৃহহীন হয়ে পড়েছে। এভাবেই চাঁদে বলপূর্বক উচ্ছেদের বিষয়টি গত মঙ্গলবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত ব্রোকেন হোমস, ব্রোকেন লাইভস শীর্ষক প্রতিবেদনে বাণিজ্যিকভাবে সহজলভ্য স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে গত ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে ২০০৯ সালের জুলাই মাস পর্যন্ত চাঁদের রাজধানী এনডিজামেনাতে যে পরিমাণ বসতবাড়ি ভাঙ্গচুড়ের ঘটনা ঘটেছে তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনে গত মে মাসে এনডিজামেনা পরিদর্শন করে সাক্ষাতকারের ভিত্তিতে ঘটনাগুলো যাচাই করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
বসতি উচ্ছেদের এই ঘটনাকে চাঁদের রাষ্ট্রপতি ইদ্রিস ডেবি ইটনো সরাসরি অনুমোদন দিয়েছেন। তিনি ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে একটি আদেশ জারির মাধ্যমে অবৈধভাবে নির্মিত দালানকোঠা ও অবকাঠামো ধ্বংসের আদেশ দেন। সেখানে অনেক বসতি ভাঙ্গার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড এমনকি চাঁদের আইনও উপেক্ষা করা হয়েছে।
এ প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আফ্রিকার উপ-পরিচালক তাওয়ানডা হোনডোরা বলেন, ‘ঘরবাড়ি হারিয়েছে যে মানুষগুলো তাদের বেশিরভাগ পরিবারের সঙ্গে কর্তৃপক্ষ পরামর্শ করেনি, তাদেরকে কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি কিংবা স্বল্পসময়ের জন্যে নোটিশ দেয়া হয়েছে এবং তারা থাকার জন্যে বিকল্প কোনো ঘরবাড়ি পায়নি কিংবা কোনো ধরনের ক্ষতিপূরণও পায়নি। এরকম একটি বিধ্বস্ত পরিবেশে তাদের অনেকেই ধ্বংসস্তুপে পরিণত হওয়া তাদের পুরনো বাড়িতেই বসবাস করছে।’
আরো পড়ুন:
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।