মানুষের ভালোবাসাই তো মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি,সফল হওয়ার পেছনে। " অন্ধকার এখনও প্রতীক্ষা করছে, হবে তখন
রাত দুটো। ঝিঁঝিঁপোকারা তখন ব্যস্ত অবিশ্রান্ত
ডাকের মত্তে। কাঁথা মুড়ি দিয়ে উন্মত্ত মানবযুগল ব্যস্ত
জলকেলির উদাত্তে। রাতপ্রহরীর নগ্ন বাঁশির তুবড়িতে
হয়তো কোনো গ্রামীণ পথ হচ্ছে প্রকম্পিত।
বিজনবনে
কুপ পাখির সর্বনাশা ডাকে ভয়ে তসবি জপছে কোনো
এক ভীত রমণী। হয়তো সারা পৃথিবী ঘুমিয়ে আছে,
সকাল বেলার সূর্য দেখবে বলে।
কিন্তু;
আমার চোখে কোনো ঘুম নেই। রাজপথে গা এলিয়ে
উপুড় হয়ে আকাশ দেখছি। ওই ধাবমান আকাশগঙ্গার
সীমানা পেরিয়ে, প্রক্সিমা সেঞ্চুরাই চোখে আঁকছি।
হ্যাঁ,
আমি একজন দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক। যুদ্ধজয়ের
নেশায় রাজপথে পড়ে আছি। স্লোগানে স্লোগানে কম্পিত
করছি রাজপথ। না, আমি ভয় পাই না। কুলাঙ্গারগুলোকে
শূন্যে না ঝুলিয়ে আমার শান্তি নেই।
ভয় কেন পাবো?
আমার ঠিক পাশেই আছে আমার মতো একজন যোদ্ধা,
তার পাশে আরেকজন, তার পাশে আরেকজন
হ্যাঁ, ঠিক এভাবেই
আমার সাথে আছে লক্ষ্য সহযোদ্ধা। আমি প্রথম মুক্তিযুদ্ধ
দেখি নি। কিন্তু বাংলা মায়ের শপথ, দ্বিতীয় মুক্তিযুদ্ধে
জয়ী না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। মা, এ আমার
দৃঢ় প্রতিজ্ঞা। হ্যাঁ মা, আমি একজন সৈনিক, শাহবাগের
সৈনিকদের মতই যুদ্ধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।