সহজ কথা বলতে ভালোবাসি , সহজ পথে চলতে ভালোবাসি
সূত্র : দৈনিক প্রথম আলো
পুলিশের হাতে আটক ভিয়েতনামের একজন ব্লগারকে গতকাল সোমবার ছেড়ে দেওয়া হয়েছে৷ সরকারের সমালোচনা করে ব্লগে আর কিছু লিখেবননা এমন প্রতিশ্রুতি দেয়ার পর ওই ব্লগারকে ছেড়ে দেয়া হয়৷ নগুয়েন নু কুইনো নামের এই ব্লগারকে গত ০২ সেপ্টেম্বরে আটক করা হয়৷ এর আগে ২৭ আগষ্ট বুই থান হিউ নামের একজনেক এবং ২৮ আগষ্ট ফাম দোয়ান ত্রাং নামের একজন সাংবাদিককে রাজধানী হ্যানয় থেকে আটক করা হয়৷ ফাম দোয়ান আধাসরকারি ওয়েবসাইট ভিয়েতনাম নেটের একজন সাংবাদিক৷ তার নিজেরও একিট ব্যক্তিগত ব্লগসাইট রয়েছে৷ বুই থান হিউ ও ফাম দোয়ানকে আগেই ছেড়ে দেয়া হয়েছে৷
ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করে এরকম তথ্য ব্লগে লেখার দায়ে তাদের আটক করা হয়৷ ব্লগারদের এই গ্রেফতারের ঘটনাকে অনেকে ইন্টারেনেটের ওপর ভিয়েতনাম কতৃপক্ষের কড়া নিয়ন্ত্রণ হিসেবে দেখছে৷ বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনামের কমিউনিষ্ট সরকারের আশংকা, তারা ২০ লাখেরও বেশী ব্যক্তিগত ব্লগের ওপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারবে না৷ কেননা ব্লগগুলো ইতিমধ্য তথ্য পাওয়ার মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে৷ সরকার সাইবার স্পেসকে বিপদজনক চ্যালেন্জ হিসেবে দেখছে, কারণ আম জনতা তাদের মতামত ও ধারণা ব্লগে লিখতে পারছে৷ গত দুই মাসে কতৃপক্ষ বেশ ক'জন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে আটক করেছে৷ − বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
মন্তব্য : সেই তূলনায় আমরা তো অনেক ভাল আছি.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।