আমাদের কথা খুঁজে নিন

   

ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

এ আইনটি ‘ডিক্রি ৭২’ নামে পরিচিত। আইনে বলা হয়েছে, দেশটির নাগরিকরা কোনো প্রকার ব্লগ বা সোশাল সাইটে দেশের অভ্যন্তরের খবর প্রকাশ বা শেয়ার করতে পারবে না। তবে নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই।
আইনটিতে আরও বলা হয়েছে, বিদেশি যেসব ইন্টারনেট প্রতিষ্ঠান দেশটিতে তাদের কার্যক্রম চালাচ্ছে, তাদের স্থানীয় সার্ভার ভিয়েতনামের অভ্যন্তরে রাখতে হবে। এ ছাড়াও বলা হয়েছে, সরকারবিরোধী কথা বা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কোনোকিছু ইন্টারনেটে প্রকাশ করা যাবে না।
‘ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। দেশটির সরকার সবসময়ই তাদের মিডিয়াকে বেশ চাপের মধ্যে রাখে-- এমনটাই জানিয়েছে বিবিসি। দেশটিতে কিছুদিন আগে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশের অপরাধে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এদের মধ্যে বেশ কয়েকজন ব্লগারও ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।