আমাদের কথা খুঁজে নিন

   

ভিয়েতনামে নারির আঘাত

দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ভোরে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে ঝড়টি। ভিয়েতনাম উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১০২ কিলোমিটার (৬৩ মাইল)। স্থানীয় একটি পত্রিকা জানায়, ঝড় আঘাত হানার আগে সোমবার মধ্যরাতেই কিউয়াং নাম এবং ডানাং সিটিসহ বেশ কয়েকটি প্রদেশ থেকে ১ লাখ ২২ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। জনপ্রিয় পর্যটন এলাকা ডানাং এর মানুষদের ঘরবাড়ি পুননির্মাণে সাহায্য করার জন্য ওই অঞ্চলে সেনা এবং গাইড জাহাজ পাঠানো হয়েছে। স্থানীয় বেতার কেন্দ্র ‘ভয়েস অব ভিয়েতনাম রেডিও’ জানায়, ঝড়ের কারণে সোমবার ভিয়েতনাম এয়ারলাইন্স তাদের ১৪টি ফ্লাইট বাতিল করে। ফলে দুই হাজারের বেশি বিমানযাত্রী অসহায় হয়ে পড়ে। মঙ্গলবার আরো ৮টি ফ্লাইট দেরিতে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। ভিয়েতনামের মধ্যাঞ্চল বিস্তৃত সাগর দিয়ে ঘেরা। ফলে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঝড়ের মৌসুমে এখানে প্রায়ই ঝড় আঘাত হানে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।