শনিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের ১২০ কিমি উত্তরের ফু থো প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
একটি সামরিক স্থাপনায় স্থাপিত কারখানাটিতে সামরিক ও অন্যান্য সরকারি অনুষ্ঠানে পোড়ানোর জন্য আতজবাশি তৈরি করা হতো। এতে প্রায় ৩শ’ কর্মী কাজ করতেন।
কয়েক ঘন্টা ধরে চলা বিস্ফোরণের কারণে আকাশে বিশাল ধোঁয়ার মেঘ জমে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারখানার আশপাশের অবাসিক এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
কারখানাটির চারপাশে বড় একটি এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই এলাকায় লোক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারখানার ধ্বংসস্তুপ থেকে আরো লাশ পাওয়া যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠার পর স্থানীয় লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।