আমাদের কথা খুঁজে নিন

   

শিশুদের ওপর ইন্ডিয়ান সিরিয়ালের প্রভাব--ব্লগারদের মতামত চাই

জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করি

আমি কয়েকদিন ইন্ডিয়ান বাংলা কিছু সিরিয়াল দেখলাম(জি-বাংলায়)। সিরিয়ালগুলোর কাহিনী ঘুরেফিরে এক। পরিবারে একজন বা (একাধিক) নায়ক (বা নিপাট ভালমানুষ) থাকে। আর থাকে এক বা একাধিক ভিলেন (বা অতি খারাপমানুষ)। কিছু মহিলা থাকে যাদের কাজ হচ্ছে পরিবারে কথা চালাচালি করে অশান্তি সৃষ্টি করা(বা কূটনামি) করা।

আমি যতদূর শুনছি স্টার প্লাসের হিন্দি সিরিয়ালের কাহিনীও একই। আর ইদানিং দেখতেছি যে বাংলাদেশী কিছু চ্যানেলের নাটকও এইগুলোর নকল করে বানাচ্ছে। এসবের কাহিনী কিরকম হাস্যকর তা একদিন কেউ দেখলেই বুঝতে পারবেন(এর থেকে বাংলা বাণিজ্যিক ছবির কাহিনীও বেশী বিশ্বাসযোগ্য)আর আমাদের মা খালারা এইগুলোই হা করে গেলেন। সবথেকে বড় সমস্যা তাদের সাথে ছোট বাচ্চারাও এগুলা দেখতেছে। বাচ্চাদের জীবনের শুরুই যদি হয় পারিবারিক রাজনীতি,শাশুড়ি-কে কিভাবে শিক্ষা দিতে হয় তা দেখে তবে তাদের মানসিক বিকাশ কিরকম হবে,তাদের মনঃস্তত্ত্বের বিকাশ কিরকম বাধাগ্রস্থ হবে ভাবে দেখুন।

আর আমাদের এই মা খালারাই যখন শাশুরি হবে তখন যে ছোটবেলা থেকে দেখে শিখে আসা এইসব পদ্ধতি এই বাচ্চারাই(তাদের তখনকার বৌমারা) তাদের উপরও প্রয়োগ করবে না তা কে নিশ্চয়তা দিতে পারেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.