আমাদের কথা খুঁজে নিন

   

সংজ্ঞা... ... তুমি

সুতো ছেড়া ঘুড়ি

Hello, "Are you being a lover ?" Do you believe- "To like her is to love her !" যদি তাই হয়, তবে তুমি বোকার স্বর্গে বাস করছ। মস্তিস্কের কিছু সুক্ষ্ম আনুভূতি আর নিউরনের বিলাপের ফলে ভাললাগার সৃষ্টি। ভাললাগা এক কেন্দ্রিক নয় পরিবর্তনশীল। আজ যা ভালো লাগছে দু'দিন পর নাও লাগতে পারে। সে অনেকটা আঁধার রাতের তারার মত।

আজ নেই, অথচ কাল লক্ষ কোটি আলোক বর্ষ পেরিয়ে জন্ম নিবে ছায়াপথে। পৃথিবীর চলার পথে সব সময় সঙ্গী হবে এমনও সে নয় ; আবার হারি্য়ে যাবে কৃষ্ণ সময়ের বাঁকে... ... .. কিন্তু ভালবাসা ? ভালবাসার নিজস্ব গতি আছে, আছে নিজস্ব ধারা। সে এক ধরনের দাবী সৃষ্টি করে ; অধিকারের বেড়াজালে তোমাকে- সারা জীবণ তার সাথে থাকতেই হবে। তার হাতে হাত রেখে ভাললাগার আকাশের অসংখ্য তারা গুনতে হবে। ভালবাসার শুরু আছে শেষ নেই... অমরত্বের অপর নাম ভালবাসা।

পৃথিবীর জন্ম থেকে ভালবাস আছে রক্তের সাথে, জীবণের সাথে ; সৃষ্টির বিবর্তনে সে শুধু ছুটেছে প্রজন্ম থেকে অনয় প্রজন্মে। আদমের ভালবাসা হাওয়া যিশুর মেরী কিংবা কৃষ্ণের রাঁধা। ঠিক তেমনি, আকাশের চাঁদ, জলের ভুমি আর আর, আমার তুমি। ভাললাগা বর্ণচোরা, উচ্চাভিলাষী কিন্তু, ভালবাসা একনিষ্ট, সাধকের মত ; সে শুধু আপন করে নিতে জানে হারাতে নয়। যদি বল চলে যাবে, তবে যাও তোমার ওটা ভাললাগার মোহ, ভালবাসতে শেখনি।

কাব্যিক ভালবাসার স্বপ্নীল পৃথিবী তোমার জন্য নয়, তুমি যুদ্ধাহত... পরাজিত । । ১৫/০৩/০৪ হাজারী বাগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।