আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রের সংজ্ঞা কি?

ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়

একজন গডফাদার থেকে প্রেসিডেন্ট জারদারি । তাঁর বিরুদ্ধে দুর্নীতির যত অভিযোগ উঠেছে, তার সবই মিথ্যা প্রমানিত হবে। পাকিস্তানের গণতন্ত্র দেখুন কীভাবে সমৃদ্ধ হচ্ছে। যদিও জনপ্রিয়তার দিক থেকে তাদের দেশে জারদারির অবস্থান অনেক নিচে। জনসমর্থন রয়েছে ১৪ শতাংশেরও কম।

তারপরও তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জারদারির প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণ মানুষের কিছুই করার ছিল না! পার্লামেন্টের সম্মানিত গোপন সদস্যগণ আগেই তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করার সব আয়োজন করে রেখেছিল। বাংলাদেশেও অতীতে এভাবে ক্ষমতা কুক্ষিগত রাখা ও অবাধ দুর্নীতির পথে সুস্থধারার রাজনীতির পতন দেখা গেছে। সেটা Presidential or Parliamentarial Democracy দুই ক্ষেত্রেই। আর তাতে গণতন্ত্র পরিণত হয়েছে প্রহসনে।

বাংলাদেশের চোখে এখন নির্বাচনের স্বপ্ন, গণতন্ত্রের আশা। কোন গনতন্ত্র আসবে দেশে, বলতে পারেন কি?? একজন গডফাদার থেকে প্রেসিডেন্ট জারদারি । তাঁর বিরুদ্ধে দুর্নীতির যত অভিযোগ উঠেছে, তার সবই মিথ্যা প্রমানিত হবে। পাকিস্তানের গণতন্ত্র দেখুন কীভাবে সমৃদ্ধ হচ্ছে। যদিও জনপ্রিয়তার দিক থেকে তাদের দেশে জারদারির অবস্থান অনেক নিচে।

জনসমর্থন রয়েছে ১৪ শতাংশেরও কম। তারপরও তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জারদারির প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণ মানুষের কিছুই করার ছিল না! পার্লামেন্টের সম্মানিত গোপন সদস্যগণ আগেই তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করার সব আয়োজন করে রেখেছিল। বাংলাদেশেও অতীতে এভাবে ক্ষমতা কুক্ষিগত রাখা ও অবাধ দুর্নীতির পথে সুস্থধারার রাজনীতির পতন দেখা গেছে। সেটা Presidential or Parliamentarial Democracy দুই ক্ষেত্রেই।

আর তাতে গণতন্ত্র পরিণত হয়েছে প্রহসনে। বাংলাদেশের চোখে এখন নির্বাচনের স্বপ্ন, গণতন্ত্রের আশা। কোন গনতন্ত্র আসবে দেশে, বলতে পারেন কি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।