আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানে একদিন



ট্রেন লাইন ক্রস করে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি সমূদ্র দর্শনে। সংগে রয়েছে ভিডিও এবং স্টিল ক্যামেরা। ১০০০ গজ এগোতেই সামনে পড়ল জেলে পাড়া। বহিরাগত আগান্তুক দেখে বেশ কিছু ল্যাংটা ছেলে-পেলে পিছন পিছন লাইন ধরেছে। যদি টাটকা ইলিশ মাছ খেতে চান তাহলে ওদের সংগে গভীর সমূদ্রে যেতে পারেন।

একই সংগে ইলিশ মাছ ধরা এবং টাটকা মাছের স্বাধ আপনার জিভে অনেকদিন লেগে থাকবে এতে কোন সন্দেহ নাই। সাঙ্গু গ্যাস ত্রে এখান থেকে বেশ পরিষ্কার দেখা যায়। ভাটিয়ারী থেকে পতেঙ্গা পর্যন্ত বঙ্গোপ সাগরের কিনার ঘেঁষে তৈরী করা হয়েছে শহর রা বাঁধ। সুদৃশ্য বাঁধকে হাই-ওয়েতে রূপান্তর করে এর আকর্ষণ অনেকগুনে বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন রাস্তা পার হতেই পুরাতন বাঁধ চোখে পড়বে যেটা পূর্বেই নির্মান করা হয়েছিল।

শশুর মশাইয়ের কাছে শুনেছি আগে সাগরের পানি রেল লাইন পর্যন্ত চলে আসত। এখন পুরাতন ভেড়ি বাঁধ পর্যন্তই সীমাবদ্ধ। চলবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।