জানি পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে তবুও পৃথিবীর রঙলিলা মেথে আছি। হেই প্রভু আমাকে ক্ষমা কর, এই পাপিকে হেদায়েত কর।
অনেকেই হয়তো এই ওয়েবসাইট use করছেন। আর যারা নতুন। use করেন নাই তাদের জন্য আবার দিলাম, আসা করি ভালো লাগবে........ তো শুরু করা যাক........প্রথমে এই ওয়েবসাইট এ ক্লিক করুন.. ওখানে অনেক গুলো ফ্রেম দেয়া থাকবে, পছন্দ হলে ওখান থেকে নিন আর পছন্দ না হলে অন্য পেজে পছন্দের ফ্রেমটি খুজুন।
ফ্রেম পেলে ওটার উপর মাউসটি ধরুন লেখা দেখবেন create e-card (free) ক্লিক করুন। সেখানে আপনি নিজের কম্পিউটার থেকে ছবি অথবা লিংক দিতে পারেন। পরে সেন্ড e-card এ ক্লিক করুন। এখানে অপশন পাবেন কম্পিউটারে সেভ করার। .. অবশেষে সকল কে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।