আমাদের কথা খুঁজে নিন

   

কাজের বিনমিয়ে খাদ্য = রাজনীতির বিনিময়ে আবাসন !!!

একাকী নিরালায় কত কথা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা পত্রিকা বের করি, নাম আসময়রে কাগজ। সামহোয়ার ইন ব্লগরে পাঠকদরে জন্য সেখান থেকে একটা লেখা তুলে দিলাম................... তিল ঠাঁই নাহিরে নিজাম বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘবসতিপূর্ণ ছাত্রাবাসগুলো দেখে যুদ্ধাহত জাতির রিফুজি ক্যাম্পের কথা মনে হয়। আবাসিক ছাত্রদের তুলনায় অপ্রতুল আবাসন নিয়ে ইতোপূর্বে অসংখ্য প্রতিবেদন, মিছিল, মিটিং মানববন্ধন হয়েছে। কিন্তু সেদিকে কর্ণপাত করেন নি বহুতল টাওয়ার ভবনের থাকা শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে রয়েছে মোট ১০৬ টি গণরুম।

যেসকল রুমে চার থেকে ছয় জন থাকার ব্যবস্থা সেখানে গাদাগাদি করে থাকছেন দশ-পনেরো জনের বেশি । গণরুমের বাসিন্দাদের অধিকাংশই প্রথম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষের সিট বরাদ্দ না দেওয়াতে এসকল ছাত্রকে রাজনৈতিক দলের আশ্রয়ে হলে উঠতে হচ্ছে। আবাসিক হলের নাম গণরুমের সংখ্যা আবাসন ক্ষমতা (জন) অবস্থান করছেন (জন) শহীদুল্লাহ হল ৬ ২৪ ৪৮ সলিমুল্লাহ মুসলিম হল ৮ ২৬ ১১৫ জগন্নাথ হল ১ ১৫ ৫৭ ফজলুল হক হল ২ ১৬ ৬৮ জহুরুল হক হল ৫ ৪০ ১১৩ সূর্যসেন হল ২৭ ১৫৪ ২১৪ হাজী মুহাম্মদ মুহসীন হল ১৪ ৬৬ ১৬৭ কবি জসীমউদ্দীন হল ৮ ৬৪ ১৪৭ স্যার এ. এফ. রহমান হল ৬ ৪৮ ১৬২ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৩ ২৪ ৭৯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৮ ৮০ ১৩৬ অমর একুশে হল ১ ৬ ১২ রোকেয়া হল ২ ১৪ ২৮ শামসুন নাহার হল ৭ ৫৬ ১১২ বাংলাদেশ কুয়েত মৈত্রি হল ৩ ৩০ ৪৫ বেগম ফজিলাতুন্নেসা হল ৫ ৫০ ১২১ ৯-১১ জুলাই ২০০৯ এ সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো রাজনীতি চর্চার তীর্থ হিসেবে ঐতিহাসিকভাবে পরিচিত। ‘কাজের বিনিময়ে খার্দ্য’ এর মত এখানে চলছে ‘রাজনীতির বিনিময়ে সিট’।

সক্রিয় রাজনৈতিক কর্মী হতে অনিচ্ছুক ছাত্রদের নিক্ষেপ করা হয় গণরুম খ্যাত গণকবরে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আবাসনের প্রতিশ্র“তি রাখতে ব্যর্থ হচ্ছে বছরের পর বছর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.