চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...
একের পর এক সরকার এসে যখন দেশের অমূল্য খনিজ সম্পদ পাচারের বন্দোবস্ত করছে, তখন আনু মুহাম্মদ এগিয়ে এসেছেন রাষ্ট্রীয় সেই চুরি ঠেকাতে। তাঁকে রুখাতে 'নির্বাচিত' একটি সরকার লেলিয়ে দিয়েছে পেটোয়া বাহিনী, সন্ত্রাসী কায়দায় তাঁকে রাজপথে ফেলে পিটিয়ে হত্যার চেষ্টা করছে।
এদিকে সরকারের লেজুড় ছাত্রসংগঠন ক্যাম্পাসে ক্যাম্পাসে ত্রাস কায়েম করছে, যেন সাধারণ ছাত্র-ছাত্রীরা আন্দোলনে অংশ নিতে ভয় পায়। আর ইন্টারনেটে সরকারের পোষা বাহিনী নেমেছে তথ্যসন্ত্রাসে। মিথ্যা বিতর্ক সৃষ্টি করে দেশের সম্পদ পাচারের জন্য এরা সকলে মিলে উঠে-পড়ে লেগেছে।
পিএসসি ২০০৮ এ পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, পেট্রোবাংলা কখনোই শতকরা ২০ ভাগের বেশি গ্যাস পাবে না। তারপরেও কিছু স্বার্থান্বেষী কুচক্রী দরপত্রের কপি দেখিয়ে মানষকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। পিএসসির আর্টিকেল ১৫'র ১৫.৫.৪ (পৃষ্ঠা ৪০) এ বলা আছে:
Where Petrobangla has installed necessary facilities to transport and use gas to meet domestic requirements, Petrobangla shall be entitled at its option to retain in kind any Natural Gas produced up to Petrobangla's share of Profit Natural Gas, but in no event more than twenty percent (20%) of the total Marketable Natural Gas. The actual Monthly amounts to be retained by Petrobangla shall be notified to Contractor prior to the conclusion of relevant LNG export contract(s) and such Monthly amounts shall be fixed for the duration of such contracts. At the request of Petrobangla, the limit of twenty percent (20%) stipulated herein will be increased to thirty percent (30%), at the beginning of the eleventh year following the start of deliveries for the purpose of LNG export.
পেট্রোবাংলার ওয়েবসাইটেই পিএসসি ২০০৮ এর পিডিএফ কপি রক্ষিত আছে, পড়তে চাইলে এখানে ক্লিক করুন ।
এরপর ৫৫% না ২০% এই বিতর্কের আর কোন সুযোগ নেই। আপনি যে রাজনৈতিক দলের সমর্থনই করুন না কেন মনে রাখবেন দেশের স্বার্থ দলের স্বার্থের অনেক উর্ধ্বে।
সংকীর্ণ দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গী পরিত্যাগ করে দেশের অমূল্য খনিজ সম্পদ রক্ষায় এগিয়ে আসুন। সরকারের কাছে দাবী জানাই, এই অন্যায্য চুক্তি বাতিল করুন, দেশীয় তেল-গ্যাস প্রতিষ্ঠানকে চাঙ্গা করুন এবং আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার যথাযথ তদন্ত ও সুস্ঠু বিচারের ব্যবস্থা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।