আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল জাদুঘর

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

নজরুল জাদুঘর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ধানমন্ডির বাসভবনে অবস্থিত নজরুল জাদুঘর। জাদুঘরের প্রবেশ দ্বারের ডানপাশে রয়েছে নজরুল ইসলামের ভাস্কর্য, এটির নির্মাতা ভাস্কর শামীম শিকদার। জাদুঘর প্রতিষ্ঠার প্রায় ৩ বছর আগে ১৯৯৬ সালে স্থাপন করা হয় এটি। আর জাদুঘর স্থাপিত হয় ১৯৯৯ সালের ১৪ এপ্রিল। উদ্বোধন করেন কবির দুই পুত্রবধূ কল্যাণী কাজী ও উমা কাজী।

জাদুঘরের নিচেরতলায় রয়েছে ৪টি কক্ষ। ওগুলোতে রয়েছে কয়েকটি আলমিরা ও নজরুলের বিভিন্ন সময়ের প্রায় ১০৯টি আলোকচিত্র। এসব আলোকচিত্রে কবির জীবনের নানা দিকের সন্ধান পাবেন দর্শকরা। আলমিরাগুলোতে রয়েছে নজরুলের ফণিমনসা, প্রলয় কেতন, নাট্যকার নজরুল, অগ্নিবীনা, চক্রবাক, প্রলয় শিখাসহ প্রায় শতাধিক বই। এছাড়া ইন্দ্রানী সেন, খালেদ হোসেন, অনুরাধা পোড়ওয়াল, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, কুমার শানুসহ অনেক শিল্পীর গাওয়া প্রায় অর্ধশত নজরুল সঙ্গীতের ক্যাসেট।

নজরুল জাদুঘরে রয়েছে একটি কলের গান। জাদুঘরের ২য় তলায় রয়েছে বেশকিছু চিত্রকর্ম। কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। কারণ জানতে চেয়েছিলাম নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকর কাছে। তিনি বললেন, "ভবনটা সংস্কার করা দরকার।

যে কোন সময় বিপদ হতে পারে বলে উপরটা বন্ধ রাখা হয়"। তিনি আরো বললেন, "জাদুঘরটিকে প্রদর্শনের কোন উদ্যোগ নেয়া হয়নি। এটা দেখাশোনার জন্য কোন লোক ছিল না। বর্তমানে দু'জন লোক রাখা হয়েছে। এটিকে সমৃদ্ধ করার জন্য দরিরামপুর ও চুরুলিয়া থেকে নজরুলের স্মৃতিজড়িত যেসব জিনিস আছে সেগুলো সংগ্রহের উদ্যোগ নিয়েছি"।

সরকারী ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।