আমাদের কথা খুঁজে নিন

   

শুরুটা ছিল পুরাই ছিনেমা Style এ But শেষ করতে পারিনাই...... আফসুস পোস্ট

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
আফসুস খাইতে এই কাহিনি বলা... জীবনে আরেকটু চেস্টা করলেই হয়তো বাংলা/হিন্দি ছবির নায়কের মতন হইতে পারতাম...কাহিনাতে নায়িকা নায়কের কোলে আছাড় খাইয়া পড়ছিলো...নায়ক নাইকার ৪চোখও এক হইছিলো...মাগার কাহিনিতে গান বাজন না থাকর দরুন শেষটা সিনেমার মতন হয়নাই... কিচ্ছু হয়নাই...সেই আফসুস কাহিনি আইজ বয়ান করম... ২০০১ সালে মাস খেয়াল নাই.. সেই দিন অনাস`২য় বষে`র ক্লাস শুরু হবে, আমরা কয়েক জন বন্ধু লেলিন, সোমা, রিপন, নুরু, আরো কয়েক জন মানবিক ভবনের সামনে দাড়াইয়া গল্প করতেছিলাম...১ম বষে`র রেজাল্ট নিয়া কথা হইতেছিলো... কি এক কারনে লেলিন আর রিপন দুইজনে লাগাইছে তক`...লেলিন কয় "আমি ফেল করছি"....আমি আর রিপন লেলিনের রেজা্ল্ট দেখছি...ওয় মিছা কইতাছে...লেলিনে আরো কিছু বলাতে হালায় আমারে লাথি মাইরা দিসে দৌড়....আমিও দিলাম দাবুড় ওরে ধইরা পেছনে লাথি মারুমই...মাঠের মাঝে আমি লেলিনরে দাবড়াইতেছি.... ও হঠাৎ কইরা মানবিক ভবনের বারান্দায় উইঠা একপাশ থেকে আরেক পাশের দিকে যাইতে লাগলো...ঐপাশা যাইয়া সিড়ি দিয়া দোতালায় উঠল আবার অপর প্রান্তের দিকে যাইতে থাকলো.... আমি পেছনে পেছনে ওরে ধরার চেস্টায় আছি .... ২০১ রুমের সামনে কয়কজন ছেলেমেয়ে দাড়াইয়া কথা বলছিলো...আমাদের তাদের পাশ কাটায়া সিড়িতে যাইতে হবে.... লেলিন একটু গতি কোমাতেই আমি এক হাতে ওর ঘাড় আরেক হাতে ওর বা হাত ধইরা ওরে থামানোর চেস্টা করতেই ও একটা ঝাকি মাইরা ছুইটা বামের সিড়িদিকে যাইতে চেস্টা করতেই আমার পায়ের সু পিছলাইয়া আমি চিৎপটাং হইয়া গেলাম... একটু ছেড়াইয়া পাশে দাড়ানো এক সুন্দরীর ( যে পেছন ফিরা দাড়াইয়া ছিলো) পায়ে আমার পা গুতা লাগলো...সুন্দরীও তাল সামালদিতে না পাইরা চিৎহইয়া পইড়া গেলো আমিতো নিচে আগেই পইড়া আছি...তাই সুন্দরী পড়লো আমার পায়ের উপর..আমার কোলে আপনেরা সিনেমা্য় এইরকম সীন মেলাই দেখছেন দেখতে বহুত সুন্দরই লাগে মাগার তখনকার সেই কয়েকটা সেকেন্ড যে কেমনে গেছে তা আমি ঠিক কইর কইতে পারুমনা .... সুন্দরীরে তার দোস্তোরা টাইনা তুললো...আমারে ও ঐখানে থাকা এক পরিচিত ছেলে টাইনা তুললো.... আমি কি করুম বুঝতে পারতেছিলাম না... আস্তে কইরা নিচে নাইমা আসলাম সিড়ি দিয়া...আইসা দেখি হালা লেলিন... হাসতে হাসতে মাটিতে গড়া গড়ি খাইতেছে আমারে দেইখা ৩৪টা দাত পাটিসহ বাইর কইরা হাসতে থাকলো.... আমি কাছে গিয়া কইলাম দোস্তো চল সুন্দরীরে সরি বইলা আসি.... দুইজনে উপরে উইঠা আসলাম.... পুলাপাইন চুপচাপ দাড়াইয়া আছে....দেখলাম এক সন্দরী শক্ত হইয়া দাড়ানো আর তার সখীরা পাশে চুপচাপ খাড়াইয়া আমার দিকে কেমুন কেমুন ভাবে তাকায়... আমি কইলাম " সরি আমরা আসলে ইচ্ছা কইরা এমুনটা করনাই...দুস্টুমি করতেছিলাম.." সুন্দরী কি জানি কইলো... মনে হয় কইছিলো.." এমুন দুস্টামি আর করবেন না...." আমরা নিচে চইলা আসলাম...বাকি দোস্তোরা শুইনা ৩৪...৩৬ দাত বাইর কইরা হাসলো... তয় দুক্ষের বিষয়হইলো আমি তার পরে ১ বছর ঐ বিল্ডিংএ যাইনাই....ঐ রুমে গেছিলাম দেড় বছর পরে পরিক্ষা দিতে.... সেই সুন্দরীর সাথে আমার আর কখনো দেখা হয়নাই... এতো সিনেমা দেখলাম জীবনে কিন্তু কামে লাগলো না.... নায়কের মতন ..কিচ্ছুই হইলোনা জীবনে চরম আফচুস খাইলাম.. আপচুচ....................................আপচুচ.......................আপচুচ
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।