আমাদের কথা খুঁজে নিন

   

শুরুটা তো হলো



আমি হাসান শাহরিয়ার, নাটক করি আর একটা পরিচয় হলো থিয়েটারওয়ালা পত্রিকার সম্পাদক। নতুন ওয়েব সাইট চালু করেছি http://www.theatrewala.net ইচ্ছে হলে মাঝে মাঝে ব্রাউজ করবেন। আরেকটি কথা থিয়েটারওয়ালা রিপার্টরি নামে প্রফেশনাল নাট্যদল করেছি। নতুন নাটক হাতে নিয়েছি, নাম শাইলকের বাণিজ্য বিস্তার। এটি শাহযাদ ফিরদাউসের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছি এই অধম। নাটকটি নির্দেশনা দিচ্ছেন আজাদ আবুল কালাম। অভিনয় করছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, হাসান শাহরিয়ার, তৌফিকুল ইসলাম ইমন, সানজিদা প্রীতি। প্রযোজনা অধিকর্তার দায়িত্বে আছেন থিয়েটারওয়ালার সহকারী সম্পাদক নাট্যজন সাইফ সুমন। আশা করা যায় জুনে এটি মঞ্চে আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।