টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।
মাথার ভেতর একটু আধটু গন্ডগোল অনুভব হওয়ায় গতকাল রাতে ১২ টার আগে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেলো পাশের রুমের প্রচন্ড চিৎকারে। ঘটনাটা যখন বুঝতে পারলাম তখন কিছুটা আনন্দ পেলাম। কারন পাশের রুমের ৪/২ এর দেবাশীষদার জন্মদিন আজ।
তাই রাত ১২ টার পর উনার ব্যাচের পোলাপান আসছে। কিন্তু
শুধু আসে নাই,আমার মনে হলো উনাকে প্রায় চ্যাংদোলা করে কিছুটা অকথ্য ভাষায় মিছিল সহকারে মাঠের দিকে নিয়ে গেলো। হয়তো আর একটু হলে সবাই মনে করতো পরীক্ষা পেছেনের মিছিল শুরু হইছে বুঝি !!
যা হোক রাত ১২টার পরই লোকজন নববর্ষের শুভেচ্ছা দেওয়া শুরু করলো। কিছু বন্ধু এতো কঠিন কিছু কথা লিখে মোবাইলে পাঠিয়েছে যা বুঝতে গিয়ে আমার অবস্থা কাহিল। ওদিকে দেখি একজন অগ্রীম শুভেচ্ছা পাঠিয়ে বসে আছে তাও ১৪১৩ (!!!)
যাই হোক কিছু খাওয়ার জন্য আমাদের হলের আলম ভাইয়ের দোকানে গেলাম।
একটা পেটিস এর ৪ ভাগের প্রায় ৩ ভাগ খেয়ে ফেলেছি সেই সময় দেখি পাশে থেকে একজন আলমভাইকে ...
তার হাতেও একই পেটিস এবং এক কামড়ের বেশি যে খায় নাই তা স্পষ্ট। সে বললো আলম ভাই পেটিস টা রাখেন,এটা মনে হয় নষ্ট –পচা...। । আলম ভাই তাকে পাল্টিয়ে নতুন করে আরও একটা পেটিস দিতে চাইলেও উনি না নিয়ে বললেন সবই পচে গেছে(আমাদের দোকানের সব কিছু প্রতিদিন নতুন করে আনা হয়,কোন খাবারই পরের দিন বিক্রি করা হয় না,কারন থাকে না)। আমি এসব দেখে ...।
না আমি ফেলে দেয় নাই। আমি দিব্যি বাকীটা গলাধঃকরন করে ফেললাম,কারন আমার কাছে পেটিসটা খারাপ মনে হয়নি...। ।
আমার নববর্ষ এই ভাবেই শুরু হইছে,আশা করি আপনার/আপনাদের শুরুটা আরও সুন্দর...। (ক্লোজআপহাসি)
হুম্মম,
“ ১৪-১৪ জমজ ভাই
নববর্ষের শুভেচ্ছা জানাই “
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।