নজরুল সেই কবে লিখেছিলেন এই হাসির গান ! অথচ দেখুন এখনো কতো প্রাসঙ্গিক !
সাহেব ও মোসাহেব
সাহেব কহেন, ''চমৎকার ! সে চমৎকার !''
মোসাহেব বলে, ''চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?''
সাহেব কহেন, ''কী চমৎকার,
বলতেই দাও আহা হা।'''
মোসাহেব বলে, ''হুজুরের কথা শুনেই বুঝেছি
বাহাহা বাহাহা বাহাহা ! ''
সাহেব কহেন, ''কথাটা কি জান ? সেদিন----''
মোসাহেব বলে,''জানি নি আবার ?
ঐ যে, কি বলে, যেদিন----''
সাহেব কহেন, ''সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।''
মোসাহেব বলে, ''আহাহা শুনেছ ?
কি বা অপরূপ গল্প !''
সাহেব কহেন, ''আরে মলো ! আগে
বলতেই দাও গোড়াটা !''
মোসাহেব বলে, ''আহা-হা গোড়াটা ! হুজুরের গোড়া !
এই, চুপ চুপ ছোঁড়াটা ! ''
সাহেব কহেন, '' কি বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে !''
মোসাহেব বলে, হুজুরের মাথা ! গুলাতেই হবে !
দিব কি হস্ত বুলায়ে ?''
সাহেব কহেন, ''শোনো না ! সেদিন
সূর্য্য উঠেছে সকালে !''
মোসাহেব বলে,''সকালে সূর্য্য ? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে !''
সাহেব কহেন, ''ভাবিলাম যাই,
আসি খাসিকটা বেড়ায়ে।''
মোসাহেব বলে,''অমন সকাল ! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে !''
সাহেব কহেন, ''হলো না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া !''
মোসাহেব বলে, ''আগেই বলেছি ! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া ?''
সাহেব কহেন,''বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে !''
মোসাহেব বলে, ''এই চুপ সব ! হুজুর ঝিমান !
পাখা কর্ , ডাক নিমাই এ !''
সাহেব কহেন, ''ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি !''
মোসাহেব বলে, '' হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি !''
সাহেব কহেন, ''জাগিয়া দেখিনু,
জুটিয়াছে যত
হনুমান আর অপদেব !''
''হুজুরের চোখ, যাবে কোথা বাবা ?'' প্রণমিয়া কয় মোসাহেব।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।