প্রেম ছিল, আশা ছিল
এখনও একদল মানুষ বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টাই ব্যস্ত। স্বাদের পাকিস্তান ভেঙ্গে যাওয়ার দুঃখ আজও ভুলতে পারেনা সেই রাজাকাররা। ফণা উঠিয়ে রাখে সুযোগ বুঝে কামড় দেবার জন্য। ভারত-পাকিস্তান ভাগ হয়েছিল দ্বিজাতি তত্বের ভিত্তিতে। পাকিস্তানের লেজের সাথে বাংলাদেশকে জুড়ে দেওয়া হয়েছিল কারণ এদেশের বেশীরভাগ মানুষ মুসলমান।
কে হিন্দু আর কে মুসলমান সেই পরিচয় সেদিন বড় হয়ে দেখাদিয়েছিল সেই সময়ের ক্ষমতালোভী কোন কোন নেতার কাছে। মানবতা সেইদিন লঙ্ঘিত হয়েছিল চরমভাবে। সেই সময় মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তুলেছিলেন মোহাম্মদ আলি জিন্নাহ। সেটা যে শুধুই ক্ষমতার মোহ ছিল এই কথা মানতে নারাজ আমাদের দেশের অনেকেই বিশেষ করে মওদুদীর আন্ডা বাচ্চারা। আপাদমস্তক বিলেতি এই জিন্নাহ পাকিস্তান পাকিস্তান বলে চিৎকার করলেও তিনি নিজে পাকিস্তানি উর্দূ ভাষা জানেতন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।