মীরা কখনো পেয়ারা খেয়েছিলো কিনা এ ব্যাপারে আমার অনিশ্চিত জ্ঞান থাকায় জানি না- 'মীরা পেয়ারা তুমি খাও' বিষয়ক কোন কবিতা লেখা হয়েছে কি হয়নি! যদিও আমি শ্রাবণ মাসে কাজী পেয়ারা নর্মাল পেয়ারা এগুলোর স্বাদ নেই এবং আয়নায় মোটামোটি নগ্ননারীর শ্যামবর্ণ বুক দেখি-
আমাকে অভিবাদন জানাতে কোন কুচকাওয়াজ ব্যান্ডপার্টি ইত্যাদি মাঠে নামে না!
মীরার মন খারাপ হোক অন্তত একবার আমার জন্য- চাই না;
তুমি কিসে খুশী হও পরী?
'জরিদার ওড়নার লাগি একা আমি বেনারশী পল্লী গমন করি'-
ঘোড়ার পিঠে নয় বরং সাদামাটা পদব্রজে আঁকি ব্লক এন্ড বাটিক।
সন্ধ্যা নামে না; বিকেলেও থমকে থাকে আলো,
গোধুলী রহস্যময় কোথায় কোন্ মাচার উপর ঘুমিয়ে পড়েছে;
আমি এটা কুরবানী দেই ওটা কুরবানী দেই, ইত্যাদি আছে তালিকায়
তবু কোথায় মাছরাঙ্গা কোথায় আলো- চেরাগের মায়া
জঙ্গলে চলে যাবো নাকি, মীরা
আদিম পেয়ারা তুলে নিয়ে আসি একঝাঁড়,
তুমি আমি পেয়ারা পেয়ারা খেলি গোধুলীর কালে-
অনেক গভীরে যেখানে সীমিত জল আছে।
চলে যাবো নাকি.........
অপরিমে ক্ষুধা নিয়ে আমি সেখানেই যাই, দেখি
তার চুল তার একাধিক চোখ অনির্দিষ্ট দূরে চলে গেছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।