আমাদের কথা খুঁজে নিন

   

ভাটার প্রতীক্ষায়

########################## ভাটার প্রতীক্ষায় ***** যখন আমি আতঙ্কিত হয়ে ভাবি যে, কিছু অর্বাচীনের অপরিণামদর্শী উন্মত্ত আবেগকে প্রশ্রয় দিয়ে নির্বিচারে তাদের দাবিকে প্রতিষ্ঠিত হতে দিলে বিচার বিভাগ আবারও তার স্বাধীনতা হারাবে, আর তা’ এমনভাবেই হারাবে যে, হাজার প্রজন্মান্তরেও প্রায়শ্চিত্তের শেষ হবে না,--আমার অস্থিরতা দেখে, আমাকে অভয় দিয়ে আমার মান্য গুরুজনেরা, শ্রদ্ধেয় মহাজনবর্গ তথা জনসাধারণ, কড়াভাবে বুঝিয়ে দেন, প্রকাশ্যে বোধগম্য অনুবাদে তেনারা শুনিয়ে দেন, ‘ওহে আমাদের চুক্তিবদ্ধ করণিক, নিজে নিজে কিছু ভাববে না চুক্তিতেই তুমি আমাদের সাদামাটা কেরানি, --না-পোষালে তুমি চুক্তি ভেঙ্গে যাচ্ছেতাই ভাবতেই পারো, তোমার শূন্যস্থানকে শূন্য না-রাখার জন্যে তোমার চে’ যোগ্যতর অনেকেই অপেক্ষমাণ আছে। তোমাকে জানানো বা না-জানানো এখানে সমান গুরুত্বহীন, তবু জেনে যাও, বিচার বিভাগের স্বাধীনতা হরণের কোনো চেষ্টাকেই আর কখনোই সফল হতে দেওয়া হবে না, এমনকী সুসংগঠিত আত্মঘাতী কোনো বাহিনীর আত্মাহুতিতেও। আজকের জোয়ার আগামীতে দেখবে এপ্রিলের মাঝামাঝিতে, দৃষ্টির আড়ালে সরে গেছে স্বাভাবিক ভাটার টানে।’ অপদস্থ হতে পারিনি আমি, বরং দুর্ভাবনাকে ছেড়ে দিয়ে সান্ত্বনাকে টেনে নিতে পেরেছি, আর পেরেছি ক্রান্তিকালের সাময়িক বিষণ্ণতাকে দুশ্চিন্তার সাথে বেঁধে দূরে ছুড়ে ফেলতে। আত্মসুরক্ষিত আমি নিজেকে ধন্যবাদ দিতে পেরে ধন্য। করণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ১৪/০২/২০১৩খ্রি:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.