আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা আজ ইটের ভাটার পোড়া ধোঁয়া



মানবতা আজ ইটের ভাটার পোড়া ধোঁয়া শাফিক আফতাব................. টাকী মাছ গর্তে লুকাতো __আমি মুঠো ভরে যখন টাকি মাছ ধরতাম তখন লাউডুগির কথা মনে হতো__কেনো না লাউডুগির সাথে টাকি মাছে মিশ্রণছানা কী সুস্বাদু খাবার আমার__আমি বুকের বোতাম খুলে শীতের রাতে পুকুরে নামতাম__আঁধারে মুঠো মুঠো টাকি মাছ বেগানা নারীর মতোন গর্তে লুকাতো। সেইসব গ্রামবাংলায় মাছ আজ নেই__ভোলা মাঝির খরা নেই__সেই ধর্মের কুঁড়া নদী মরে গেছে__সেইখানে এখন মাটি খুঁড়লে বেরিয়ে আসে পোড়া মাটির সরা। টাকী মাগুর সিং পাবদাসহ দেশজ মাছগুলো পালিয়ে গেছে মৃত্তিকা পুড়ে গেছে বলে মানুষের মানবতাও আজ ইটের ভাটার পোড়া ধোঁয়া মানুষ আজ বেগানা বিদেশি নগ্ননারীর দেহ ভালোবাসে মানুষ আজ বসে বসে খায়__ইজ্জত যাবে যদি সে গ্রামবাংলার রোপণ করে রোয়া জমিতে__অথচ চাল ছাড়া একবেলা চলে না তার__অথচ যদি কৃষকের সন্তান বলে দেয় পরিচয়, কোথাও মান আর সম্মান থাকবেনা সেই অভিজাতবাবার সন্তানের তাহলে। বেতন বাড়াও__শুধু কমাও চালের দাম__আমরা আরাম করে কম টাকায় চাল কিনে__টাকা জমাবো বিদেশি ব্যাংকের সিন্ধুকে, ওরা মরুক কালাজ্বরে। ০৪.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।