আমাদের কথা খুঁজে নিন

   

গরিবের বিলাসিতার নমুনা !!

oracle.samu@googlemail.com

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সাগরিকা এলাকায় একটি পাঁচতারা হোটেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের পাশে সাগর উপকূলে এ হোটেল নির্মাণ করা হবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভায় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এ তথ্য জানান। বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, "এই উদ্যোগের অংশ হিসেবে সুইমিং পুলসহ আধুনিক সুবিধাসমৃদ্ধ সাততলা এ পাঁচতারা হোটেলটি নির্মাণ করা হচ্ছে। " খুব দ্রুত হোটেলটির নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান মেয়র।

এছাড়া বৈঠকে বিশ্বকাপ ক্রিকেট আসরকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে সাগরিকা সড়কের স¤প্রসারণ ও ফুটপাত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী এবং সচিব মো. সামসুদ্দোহাসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। মতামত: শুধু মাত্র খেলার জন্য ১টা ৫ তারা হোটেল ! টাকা খরচ করার আর জায়গা পায় নাই ? মিল-কারখানা না হোটেল বানাবেন। চিন্তা করুন চট্রগ্রামের মত স্থানে ৫ তারা হোটেল নাই ( ব্যাবসায়িক দিক দিয়ে লাভ জনক হলে এত দিনে ১ টা না ২-৩ টা তৈরী হয়ে যেত ..... চট্রগ্রামের ব্যাবসায়িদের টাকার অভাব নাই) আর উনারা ৫ তারা হোটেল বানাবেন সাগরিকায় যেখানে স্টেডিয়ামটা ছাড়া তেমন কোন লোক বসতি নাই। বাংলাদেশে মত গরিব দেশে বসুন্ধরাসিটি , যমুনা ফিউচার পার্কের মত বিলাসি স্থাপনা না বানিয়ে মানুষের কর্মসংস্থান হয় এমন কিছু বানান ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।