মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "
আমার বেশ কিছু বন্ধুর ভাষায় বিদেশিরা আমাদের গোলাম বানিয়ে রেখেছে। ...........আমি খুবই স্পষ্ট ভাবে 'গোলাম' বানিয়ে রেখেছে কথাটার সাথে দ্বিমত পোষন করছি।
আমার তো মনে হয় আমরা যেন গোলাম হওয়ার জন্যই অধীর আগ্রহ নিয়ে বসে থাকি!!!! আমরা শ্লা'র এমনই চুতিয়া যে আমাদের আবার বৈদিশি না হৈলে চলে না.......কোন্ বৈদিশি এসে কি সবক দিবেন তার জন্য হা করে বসে থাকি। হোক সে পাশের দেশের 'সুজাতা' (যার নিজের দেশেরই আগা-মাথা'র ঠিক নাই অবস্থা!!!) বা ভিন দেশি 'তারানকো'........আর আমাদের মিডিয়াও বলিহারি......বৈদিশি'দের কথা যেন অমৃতসম।
......আমাদের দশা হৈল 'গরিবের সুন্দরী বউ' শুধু নয় 'গরিবের সুন্দরী দু:শ্চরিত্রা বউ' এর মতন। .......আকলমান্দ'দের জন্য এই টুকুই কাফি......ব্যাখ্যার প্রয়োজন অাছে বলে মনে হয় না। ।
।
......মাঝে মাঝে আমার মরহুম নানা'র একটা কথা মনে হয় - 'জাতি হিসেবে আমরা এখনো শাসন দন্ড হাতে পাওয়ার জন তৈরী হইনি.......শাষিত থাকলেই ভাল থাকি'। । । ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।