আমাদের কথা খুঁজে নিন

   

।।গরিবের জয়গান।।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই। । জেগে ওঠো পৃথিবীর সব গরিব-দুঃখী জীবনকে বাজি রেখে নাও এবার ঝুঁকি। আর নয় লাঞ্ছনা,আর নয় বঞ্চনা আর আমরা সইবো না অমানবিক যন্ত্রনা।

জেগে ওঠো পৃথিবীর নির্যাতিত আপমর জনতা আর আমরা মানবো না ধনিদের নিষ্ঠুর বর্বরতা। আর নয় দুঃখ-কষ্ট,আর নয় নীরব অনশন অধিকার আদায়ের জন্য করবো দুর্বার আন্দোলন। পৃথিবীকে জানিয়ে দাও আমরা নয় কলুর বলদ মানুষ হিসেবে আমাদেরও চাই মায়া,মমতা,দরদ। তোমরা জানিয়ে দাও আমরা গরিব;নয় কারো কেনা দাস ধের্যের সীমা ছাড়িয়ে গেলে আমরাও দিতে পারি বাঁশ। তোমরাও মানুষ,আমরাও মানুষ তবে কেন এতো ব্যবধান? আর সইবো না অত্যাচার এবার করছি তোমাদের সাবধান।

অনেক দেখেছি মরণখেলা;দেখেছি অনেক যুদ্ধ অনেক সময় দিয়েছি তোমাদের হওনি তোমরা শুদ্ধ। আর নয় কোন আপস,আর নয় কোন সংলাপ অনেক পাপ করেছ তোমরা,নাই তোমাদের মাফ। চারিদিকে চেয়ে দেখ তোমরা গরিবের জাগরণ আজ আমরা খুলে দেব তোমাদের মুখোশের আবরন। তোমরা মানুষ নও;তোমার মানুষরূপী শয়তান তোমাদের চিতা জ্বেলে করবো আমরা গরিবের জয়গান। ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।