আমাদের কথা খুঁজে নিন

   

গুডবাই ঢাকা

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

রাস্তার ফুটপাত হকারের দখলে ফুটপাত ছেড়ে তাই পথে নামে সকলে ।

লোকে করে গিজ গিজ এলোমেলো সাড়িতে চাপা দিয়ে চলে যায় দ্রুতগামী গাড়ীতে । গাড়ী ভরা রাস্তায় জট যদি লেগে যায় ট্রাফিক আর শ্বংখলা চট করে ভেগে যায় । জন জট, জল জট যান জটে ভাইরে একবার পড়ে গেলে নিস্তার নাইরে । সীসা মাখা বায়ু আর কালো কালো ধোঁয়াতে লিভারের রোগ নিয়ে চোখ হবে খোয়াতে । এই জ্বালা যন্ত্রণা চিরতরে এড়াতে চলে যাব ঢাকা ছেড়ে পাড়া গাঁয়ে বেড়াতে ।

গুডবাই, চলে যাই হেই ঢাকা সিটিরে মনে হলে নীল খামে লিখে দিস চিঠিরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।