আমাদের কথা খুঁজে নিন

   

নতুন জব আর ট্রেনিং এর পর ট্রেনিং.....জীবনটা তামা তামা হইয়া গেলো.......

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।
ট্রেনিং এর আগের দিন সন্ধ্যায় ডিপার্টমেন্ট থেকে হোটেলে নিয়ে যাচ্ছে!! রাতে থাকার জন্য এই রুমখানা বুকিং দিলো!! আমি রুমে আইসা....... শরীরের আড়মোড়া ভাঙার প্রস্তুতি নিলাম.... সকালে ঘুম থেকে উঠে রেডী হয়ে ৮.৩০মি. লবীতে আসলাম দেখি আমার মতো সবাই চলে এসেছে,.... কিন্তু আমাদের বীনেশ ভাই খুবই চিন্তিত দেখেন না আমার পেছনে দাড়িয়ে গালে হাত দিয়ে কি চিন্তা করতেছে,, আসলে ট্রেনিং করতে গেলে ওনার খালি ঘুম পায় এটাই ওনার চিন্তার কারন। ৯.০০টায় ট্রেনিং শুরু হয়ে গেছে.....ট্রেইনার তার লেকচার শুরু করল। আমিও ঘুম ঘুম চোখে নোট করা শুরু করলাম!!.. আবার নাকি আমার ওপেনিয়ন দিতে হইবো ২.০০ ঘন্টা লেকচার শেষ....এবার ওপেনিয়ন এর পালা....আমার ডাক পড়লো....আমি আর নতুন কি কমু সবতো হেরা, জানেই..
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.